আমাদের কথা খুঁজে নিন

   

শেষ আটে ত্রিনিদাদ ও সালভাদর

আগেভাগেই শেষ আট নিশ্চিত করা হন্ডুরাসের ফুটবলাররা এদিন মাঠে যেন ঘুমিয়ে ছিল। সেই সুযোগ কাজে লাগিয়ে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ক্যারিবীয় অঞ্চলের দলটি।
অপর ম্যাচে হাইতিকে ১-০ গোলে হারিয়ে গ্রুপগুলোর তৃতীয় দলের মধ্যে সেরা দুই দলের এক দল হিসেবে শেষ আটে ওঠে সালভাদর।
সোমবার হাউস্টনের বিবিভিএ কমপাস স্টেডিয়ামে ত্রিনিদাদের পক্ষে গোলদুটি করেন স্ট্রাইকার কেনিন জোনস ও মিডফিল্ডার কেভিন মোলিনো। ৪৮ মিনিটে পেনাল্টি থেকে জোনস ও ৬৭ মিনিটে সতীর্থের দারুণ পাস থেকে লক্ষ্যভেদ করেন মোলিনো।


ঐ মাঠের অন্য ম্যাচে সালভাদরের জয়ের নায়ক স্ট্রাইকার রোদোলফো জেলায়া। ৭৬ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন তিনি। আরো দুটি গোল পেতে পারতেন জেলায়া। কিন্তু তার দুটি দারুণ শট পোস্টে লেগে ফিরে আসে।
‘বি’ গ্রুপ থেকে সরাসরি পরবর্তী রাউন্ডে ওঠা হন্ডুরাস এবং ত্রিনিদাদের পয়েন্ট যথাক্রমে ৬ ও ৪।

তৃতীয় স্থানে থাকা সালভাদরের পয়েন্টও ৪, কিন্তু গোলগড়ে পিছিয়ে তারা। হাইতির পয়েন্ট ৩।
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী তিনটি গ্রুপ থেকে সেরা দুটি করে মোট ছয়টি দল সরাসরি শেষ আটে উঠবে। বাকি দুটি দল বেছে নেয়া হবে গ্রুপগুলোর তৃতীয় স্থানে থাকা দলগুলোর মধ্য থেকে।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।