আমাদের কথা খুঁজে নিন

   

এক ম্যাচে দুই দলই জিতলো।

পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/ আজকের চ্যাম্পিয়ন লিগ টি-২০ এর বাছাই পর্বে কলকাতা মুখোমুখি হয় সমরসেটের। ম্যাচটিতে দুই দলই জয় লাভ করে। দুই দলই সমান ভাবে খুশি হয় এবং সেলিব্রেট করে। ফলে বাধ্য হয়েই পুরস্কার বিতরনি অনুষ্ঠানে পরিচালক দু'দলের অধিনায়ককে জিজ্ঞেস করেন কে বেশি খুশি??? কিভাবে দুদলই জিতলbr /> সমরসেট প্রথমে ব্যাট করতে নেমে ১৬৬ রান করে।

কলকাতা এই ম্যাচে জয়ি হলে সমরসেট বাদ পরে যেত। আবার কলকাতা ১৫৩ রানের আগে আওট হয়ে গেলে কলকাতা মুল পর্বের খেলা থেকে বিদায় হয়ে যেত। ফলে সমিকরন ছিল এই রকম, কলকাতার কমপক্ষে ১৫৩ রান করতে হবে আবার সমরসেটের ম্যাচ জিততে হবে। ফলে শেষ মুহুর্তে টানটান উত্তেজনায় শেষ পর্যন্ত কলকাতার ইনিংস টেনেটুনে ১৫৪তে পৌছে, এবং সমরসেট ম্যাচ জিতে যায়। ফলে দু'দলই চ্যাম্পিয়ন লিগের মুল পর্বে জায়গা করে নেয়।

নোট: সাকিব কোন উইকেট পায় নি তবে ১টি ছয় ও একটি চার মেরেছে, এবং চমৎকার একটি ক্যাচ ধরে তাকে আওট করা হয়েছে......... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।