ডান বলে যাসনে বামে,বাম বলে ডানে! গল্প সিনেমা নয়
কল্প কাহিনী নয়
নয় মহাকাব্য কোন
দুঃখ করেছি জয়
পাইনা কখনো ভয়
আমার পরিচয় শোন
গড ইজ ওয়ান
লাইফ ইজ ওয়ান
নাম্বার ওয়ান শাকিব খান
আসেন গানটা দেখি
দেখে শেষ করেছেন নিশ্চয়ই। তাহলে নীচের গানটাও দেখে নেন
আরে বাবা নকল করলে ভালো করে কর। নাচটাও তো ঠিকমত নাচতে পারলিনা তাহলে কেন বাবা এইসব বিটের গানগুলো কপি করছ?
এইবার আসেন ঈদের ছবি জানকুরবানের একটা গান দেখি।
কি সুন্দর গান তাই না? তাইলে আসেন নিচের গানটাও দেখি
ছবির টাইটেল গানটা ই নকল। বাকি গানগুলো কেমন হবে?নকল ই হবে।
সত্যি বলছি বাকী গানগুলোও নকল।
উপরে দুইটা গান শেয়ার করলাম। তেলুগু মুভি আরিয়া ২০০৪ এর দুইটা গান শাকিব বাবাজি ২০১০ আর ২০১১ তে মারল। দূর্ভাগ্যের কথা হইল দুইটা গানই দুই ছবির টাইটেল গান
আরেকটা কথা বলতে ভুলেই গিয়েছিলাম। ঐ "আরিয়া" ছবিটাও পুরা কপি করা হইছে।
কিন্তু পরিচালক অথবা প্রযোজক তখন গান কপি করতে ভুলে গিয়েছিলেন। কিন্তু কপিপেষ্ট নায়ক শাকিব খানকে নিতে ভুল করেনাই। কি সৌভাগ্য! কি সৌভাগ্য!
সেই ছবিটার নাম হল "বাধা"
নকলের মহোৎসবের সাথে থাকতে চোখ রাখুন আমার চোখের সাথে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।