আমাদের কথা খুঁজে নিন

   

(আগে যারা মিস করেছেন তাদের জন্য) আমরা কেন Kiss করি (হতে পারে ১৮+হতে পারে )

বাঙ্গালি একাই একশ হতে পারে। কিন্তু একশ বাঙালি কখনও এক হতে পারে না...... মাহাবুব আলম ** রকমারি**--- Kiss কি আর আমরা কেন Kiss করি?? ভীষণ রোমান্টিক এবং আদুরে একটা জিনিস। বলতে গেলে প্রিয়জনকে ভালোবাসার সবচেয়ে মোক্ষম হাতিয়ার। অথচ জিনিসটাকে আমরা স্রেফ যৌনতার wrapping paper দিয়ে অনেক আগেই মুড়িয়ে ফেলেছি। কিন্তু যৌনতার ব্যাপার গুলো বাদ দিয়ে দেখুন- মানুষ কতভাবে তার প্রিয়জনকে ভালবাসতে চায়???-মুলত এই উদ্দেশ্যেই আমার এই পোস্ট।

নেটে ঘাঁটাঘাঁটি করে যতটুকু পেলাম সবার সাথে তা শেয়ার করলাম। চুম্বন হল দুই ঠোঁটের স্পর্শ দিয়ে কাউকে আদর করা বা স্নেহ প্রকাশ করা। সাধারণভাবে প্রেম, কাম, স্নেহ, অনুরাগ, শ্রদ্ধা, সৌজন্য অথবা শুভেচ্ছা প্রকাশার্থে অন্য কারো চিবুক,ঠোঁট, করতল, কপাল বা অন্য কোন অঙ্গে ঠোঁট স্পর্শ করা। সৌভাগ্য কামনায়, সম্মান প্রদর্শনার্থে বা কিছু প্রাপ্তির আনন্দ প্রকাশার্থে ঐ বস্তুতে ঠোঁট স্পর্শ করানোও চুম্বন। স্নেহ-ভালবাসা প্রকাশার্থে চুম্বন একটি সাধারণ প্রথা।

যৌনসঙ্গমকালে চুম্বন একটি গুরুত্বপূর্ণ অংশ। মানব সভ্যতার বিভিন্ন পর্যায়ে নানা অনুষ্ঠান ও উৎসবে চুম্বন প্রথা ব্যবহৃত হয়ে এসেছে। এটি অভিবাদনের সাধারণ একটি রীতি। হোমারের রচনা থেকে জানা যায় যে প্রাচীন গ্রিসে শ্রদ্ধা প্রদর্শনের পন্থা হিসেবে ওষ্ঠ, হস্ত ও পদ চুম্বনের প্রথা প্রচলিত ছিল। প্রাচীন রোমে, ইসাক ডি’ইসরায়েলির বর্ণনা থেকে জানা যায়, কেউ কেউ একনায়কের হস্ত চুম্বনের অনুমতি প্রাপ্ত হলে "নিজেদের ভাগ্যবান মনে করতেন"।

চুমু কে না ভালোবাসে? ভালোবাসা প্রকাশের এর চেয়ে ভালো মাধ্যম প্রেমিক প্রেমিকার জানা আছে বলে মনে হয় না। যা হোক। চুমুর কিছু কিছু ট্রিভিয়া বা মজার জিনিষ জানলে ক্যামন হয় ১। ফেব্রুয়ারী ৫ হচ্ছে আন্তর্জাতিক চুমু দিবস! ২। সাধারন চুমুতে প্রতি মিনিটে ২৫ ক্যালোরি এবং গভীর ভাবে চুমুতে ১০০ ক্যালোরি পর্যন্ত শক্তি প্রয়োজন! ৩।

চুমু সম্বন্ধে যে বিদ্যা তার নাম Philematology! ৪। প্রেমিক প্রেমিকাদের মস্তিস্কে এক ধরনের নিউরন থাকে যা তাদেরকে অন্ধকারেও একজন আরেকজনের ঠোঁট খুজে পেতে সাহায্য করে! ৫। পৃথিবীর সবচে' দীর্ঘ চুমুর রেকর্ড হচ্ছে ৩৩ ঘন্টা ১৮ মিনিট ৩৩ সেকেন্ড! এটা করা হয়েছিলো ২০১০ সালের ভ্যালেন্টাইন ডে তে। এই যুগলের পরে অক্সিজেন দিয়ে ট্রিটমেন্ট দিতে হয়েছিলো। ৬।

সিনেমাতে সবচে' দীর্ঘ চুমুর রেকর্ড হচ্ছে ৩ মিনিট পাঁচ সেকেন্ড্ । সিনেমার নাম You're in the Army Now (১৯৪১ সালের)। ৭। মূল ধারার এক সিনেমাতে সবচে' বেশী চুমুর রেকর্ড ১২৭ বার Don Juan (১৯২৭ সালের) সিনেমাতে! ৮। আমরা যেটাকে ফ্রেন্চ কিস হিসেবে জানি ফ্রান্স এ তার নাম Embrasser Avec la Langue ।

! ৯। পুরুষের কাছে পৃথিবীর সবচে' আকর্ষনীয় ঠোট? জরীপ অনুযায়ী এনজেলিনা জোলী! ১০। চুমু খেতে ভয় পান? তবে আপনার Philematophobia হয়েছে! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।