কিংকর্তব্যবিমূঢ় বসিয়া বেলের গাছে এক দাড়কাক পাকিয়াছে কতৈয়াছে বেল লাখ লাখ । আহা কিবা সুন্দর রসি ফল খাইয়া করিব আমি জীবন সফল.। হইল কাকের লোভ সে ফল দেখিয়া ভাঙ্গিতে লাগিলো শেষে দুটি ঠোট দিয় । শতবারে চেষ্টা করে হইল বিফল কহিতে লাগিল শেষে করি কোলাহল । বেলের মতো মন্দ ফল নাহি আছে আর এমন জঘন্য ফলে কি কাজ আমার । গাছ ভরা কাটা আর ফল ভরা কষ্ এমন জঘন্য ফলে আছে কোনো রস?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।