আমাদের কথা খুঁজে নিন

   

আছি মহা বিপদে !!!

জব করি একটি প্রাইভেট ইন্ডিন্টিং ফার্মে । অফিস ছিল কাওরান বাজার কমারশিয়াল এরিয়াতে। সকাল ৮.৩০ মিনিটের মধ্যে মান্ডার বাসা থেকে হেটে মুগদা বিশ্বরোড এসে নাভানা ম্যক্সিতে করে মতিঝিল সোনালি ব্যাংকের সামনে থেকে এনা ট্রান্সপোর্ট, নিউ ভিশন অথবা ১৫ নম্বর/৮ নম্বর/৩৬ নম্বর এর যেকোন গাড়িতে করে কাওরান বাজার অফিসে পৌছাতাম। সর্বসাকল্যে সময় লাগত ১ঘন্টা ১০ মিনিট। গত ১৭.০৯.১১ তারিখে আমাদের অফিস গুলশান ২ নম্বরে শিফট হয়।

গুলশান ২ নম্বরে নতুন অফিসে যাতায়ত করার জন্য মুগদা বিশ্বরোড থেকে ছালছাবিল, অনাবিল (তাও আবার সিটিং হয়ে ) তুরাগ বাসে করে নতুন বাজার নেমে পায়ে হেটে অথবা রিকশায় গুলশান ২ নম্বরে অফিসে পৌছাতে হয়। সময় লাগে ২ ঘন্টা ৩০মিনিট । মাঝে মাঝে ৩ ঘন্টা ও লেগে যায়। এমডি সাহেব বলে দিয়েছেন ৯.০০ টার মধ্যে অফিসে আসলে চাকরী করতে আর না হলে ছেড়ে দিতে । রামপুরা - বাড্ডা রোডের ভয়াবহ জ্যামের কারনে ৯.০০ টায় অফিসে ঢুকা কি করে সম্ভব ।

৬.৩০ মিনিট এর মধ্যে বাসা থেকে রওনা হতে পারলে হয়ত ৯.০০ টার মধ্যে অফিসে ঢুকা সম্ভব । আর ৬.৩০ মিনিটের মধ্যে বাসা থেকে সকালের নাস্তা করে আবার দুপুরের লাঙ্চ সাথে করে নিয়ে আসা কি সম্ভব এই সময়ের মধ্যে? বাসা ও চেঙ্জ করা সম্ভব না কারন আমার বাবা আজ ৩০ বছর যাবত এই এলাকায় বাস করছেন বাসা অন্য এলাকায় নিয়ে যাওয়ার প্রশ্ন ওঠলে ওনার মুখের দিকে আর তাকানো যায়না । বাবার মন এত খারাপ হয় যে আর বাসা পাল্টানোর কথা ভাবতে পারিনা। তাছাড়া সংসারটা আমি আর বাবা দুজনে মিলেই চালাই । বাবার মুগদায় ছোট একটা দোকান আছে তা থেকে যা আসে তা দিয়ে কাচা বাজারটা হয়ে যায় ।

তাই বাসাও পাল্টানো সম্ভব না । কি য়ে করি বুঝতে পারছি না । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।