আমাদের কথা খুঁজে নিন

   

কি আর লিখব

কি আর লিখব যখন এ মন আর কিছু কল্পনা করে না । কি আর ভাববো যখন এ মগজ ধোলাই হয়ে গেছে অনেক আগেই । কি আর দেখবো যখন দেখার আর কিছুই নেই বাঁকি। কি আর বলব যখন সবাই শুধু বলে- শ্রোতার বড়ই অভাব । সময় এখন কেবল নিরবে লেখার, ভাবার, দেখার আর শোনার; সময় এখন- সময়ের শকটে চড়ে শুধু আমাদের সময় পাড় করিয়ে দেয়ার , কেবলই জীবন শকটে চড়ে শেষ স্টেশনে পৌঁছানোর সময় পর্যন্ত- সময়ের সাথে ভাব করা .............

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।