আমাদের কথা খুঁজে নিন

   

এক বর্ষা রাত -- মাসুম বিল্লাহ

একজন নির্বোধের বয়ান কদমফুলের দেহের সৌন্দর্য্য লুট, কান্ত বিভ্রান্ত প্রেমিক। একবার গ্রহন করার পর, অবহেলায় ফেরার মত, কদমফুল লুটায় পথে। পিছন ফেরে না, আশাহত প্রেমিক। সন্ধ্যা শেষ, কান্ত বর্ষা, বৃষ্টি স্নান শেষে প্রেমিকের শ্রান্ত পা চলে পথে, দীর্ঘ পথ। কোথাও কোন দরজা খোলা নেই। মাঝরাত কান্ত প্রেমিক ফেরে- এরপর রাতভর বৃষ্টি ও নর্তকী। রাত ভোর হয়, আকাশ হারায় চাঁদ, তার বুক থেকে...।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।