নিপুণ লেখনীর শানিত গর্জন / লিখব আজ নিপুণ কথন বহুদিন ধরে কিনি কিনি করেও কেনা হচ্ছেনা । আমার সাথের অনেকেই আরও ৪ বছর আগে কিনেছে । আমার আর দেরি করা মানায় না। এবার একটা ল্যাপটপ কিনেই ফেলব ভাবতেসি । কিন্তু আমি confused . decision নিতে পারছিনা । আমার confusion গুলয় পড়ুন ও পরামর্শ দিনঃ ১ | আমার বাজেট কম । এর মাঝে পিসি কিনব না ল্যাপটপ কিনব বুঝতেসিনা । ২ | ল্যাপটপ যদি কিনি তাহলে কি দোয়েল কেনা ঠিক হবে ? টেকসই হবে তো ? নাকি কম দিয়ে কিনে IDB দৌড়াতে দৌড়াতেই জান যাবে ? ৩ | ল্যাপটপ কোনটা বেশি ভালো ? ৪ | যদি ২য় হ্যান্ড কিনতে চাই , ২০ এর মাঝে মিনিমাম ডুয়েল কোর পিসি বা ল্যাপটপ এর সন্ধান জানা থাকলে লিঙ্ক দিন । ধন্যবাদ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।