আমাদের কথা খুঁজে নিন

   

আমার ছবি মেরে দিল UK BD News

মহলদার গত ১৪ই আগষ্টে একটা পোষ্ট দিয়েছিলাম লাইভ ফিস ফটোগ্রাফি নিয়ে। ওখানে পটকা মাছের কিছু ছবি দিয়ে ছিলাম। আজ এক ব্লগারের দেওয়া লিংক থেকে ইউ কে বিডি নিউজ নামক একটি অন লাইন পত্রিকায় ঢুকে দেখতে দেখতে হঠাৎ চোখে পড়ল পটকা মাছ নিয়ে একটা লেখা "পটকার খটকা " । সেখানে দেখি আমার ঐ ব্লগের প্রথম ছবিটি মেরে দিয়েছে। আমি আমার পোষ্টের শেষে লিখেছিলাম ছবি কৃতজ্ঞতা উল্লেখপূর্ব্বক যে কোন অলাভজনক কাজে এই ছবি ব্যবহারে কোন বাধা নেই।

কিন্তু কিসের কৃতজ্ঞতা! এটা খায় না মাথায় দেয়, এমনই ভাব মনে হয় তাদের! অন্যান্য পত্রিকায় ছবির সূত্র উল্লেখ থাকলেও তাদের কোন ছবিরই দেখলাম সূত্র উল্লেখ নেই। আমার এই ছবিটি স্বাদু পানির পটকা মাছের যায় বৈজ্ঞানিক নাম Tetraodon cutcutia । পটকা মাছ খেয়ে মাঝে মাঝে মানুষ মারা যাওয়ার সংবাদ পাওয়া গেলেও মারা যায় তারা কি স্বাদু পানির পটকা মাছ খেয়ে মারা যায় কিনা সেটাও আমি নিশ্চিত নই। স্বাদু পানির পটকার বিষাক্ততা সম্পর্কিত পরিষ্কার তথ্য নেই। হাওর অঞ্চলে এটা এখনো বাজারে বিক্রি হয় এবং মানুষ নির্দ্ধিধায় খেয়ে যাচ্ছে।

যুগ যুগ ধরে তারা এটা খেয়ে আসছে। আমার এলাকায় যখন পটকা মাছ পাওয়া যেত তখন কত বছর ধরে কত বার খেয়েছি তা হিসেব করে বলতে পারব না এবং এই মাছটি ছিল আমার অনেক প্রিয় (এখন ভয়ে খাইনা)। তবে সামুদ্রিক পটকা মাছের কিছু প্রজাতি বিষাক্ত বলে শুনেছি। পত্রিকাটির লেখাটিতে সামুদ্রিক পটকার কথাই বলা হয়েছে কিন্তু সেখানে যোগ করা হয়েছে স্বাদু পানির পটকার। কি আজব !  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।