আমাদের কথা খুঁজে নিন

   

অশ্র“বৃষ্টি ....মাসুম বিল্লাহ

একজন নির্বোধের বয়ান ভরা আষাঢ়ে রাতভর বৃষ্টি, সেতো অতীতকালের কথা। আজকাল বৃষ্টির নামে আকাশ থেকে আগুন ঝরে। জানতাম অভিমানে নাকি আকাশটা কাঁদতো, তবে এখন কী সে প্রতিশোধ নিচ্ছে? আকাশ যদি পারে, আমি কেন পারবো না? হায় কে শোনে কার কথা, অশ্র“র ধারাসিক্ত হয় চোখ। আর্তস্বরে ডাকি, ‘হে দূরবাসিনীÑচলে এসো।’ যেমন করে ঐ আকাশ থেকে বৃষ্টি নামে মাটির বুকে। কী অদ্ভুত মিল! সে আসে না, যেমন আসে না বৃষ্টি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।