আমাদের কথা খুঁজে নিন

   

মন চাইল, তাই লিখলাম

গতকালকে ভূমিকম্পের পরে ঢাকার মানুষজন রাস্তায় বের হয়ে এসেছিল এবং তারা তখন কিছু কথা বলা-বলি করতেছিল (*)>> ১ম ব্যাক্তি: আল্লাহ..রে,,,, কি ভয়টা না পেলাম..! আবার মজাও পেয়েছি। ২য় ব্যাক্তি: ভাই কত নাম্বার ফ্ল্যাটে থাকেন বললেন ! ১০/১ তে !! আমিও ওখানে থাকি, আপনার নিচের তলায় ৯/১ এ, যাক ভালই হলো, এ উচিলায় আপনার সাথে দেখা হল। ৩য় ব্যাক্তি: দেশটা মানুষের পাপে ও তাপে ভরে গেছে। আল্লাহ আমাদের সতর্ক করতেছেন। কেয়ামতের বেশি বাকি নাই।

৪র্থ ব্যাক্তি: কিছুক্ষন দোল খেলাম। ভালই। কতদিন দোল খাইনা !! ৫ম ব্যাক্তি: অল্পের জন্য বেঁচে গেলাম। নাহ, নতুন বাসায় উঠতেই হইব। বিরোধী দলীয় ব্যাক্তি: এই সরকারের(ভূমিকম্পের) কাছে দেশ জিম্মী, তাই আজ জনগণ রাস্তায় নেমে এসেছে।

সরকার দলীয় ব্যাক্তি: এই সরকার আছে বলেই আজকে দেশের ক্ষয়ক্ষতি এত কম হয়েছে। *=(কাল্পনিক) বাস্তবে মিলে গেলে দুঃখিত। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।