গলি থেকে বের হয়েই পুলিশের ওপর হামলা জামায়াতকর্মীদের
ঢাকা: রাজধানীর কাকরাইল থেকে শান্তিনগর এলাকার বিভিন্ন গলি থেকে দেশীয় অস্ত্র নিয়ে বের হয়েই পুলিশের ওপর জামায়াতের কর্মীরা হামলা করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে তিনটার দিকে রাস্তার পাশের ছোট ছোট গলি থেকে ১০/১৫ জনের একেকটি দল বের হয়। এসব দলে বেশিরভাগই টোকাই থাকলেও নেতৃত্ব দেন জামায়াতের কর্মীরা। এ সময় তাদের হাতে ছিল লাটিসোঁটা, ককটেল, চাপাতিসহ দেশীয় অস্ত্র।
বিকেলে হাবিবুল্লাহ বাহার কলেজের সামনে দেশীয় অস্ত্রে সজ্জিত একটি দল এক পুলিশ সদস্যকে মারধর এবং তার মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেয়।
এই দৃশ্য ধারণ করার সময় মাই টিভির এক রিপোর্টারের ক্যামেরা কেড়ে নেয় তারা। এ সময় তাকে মারধর করে ঘটনাস্থল থেকে তাড়িয়ে দেওয়া হয়।
বিকেল ৪টার দিকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এলে কাকরাইল থেকে মগবাজার-মালিবাগ এলাকায় জামায়াতকর্মীরা পুলিশের ওপর চড়াও হয়। এসময় তারা পুলিশকে লক্ষ্য করে ককটেল, ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এ সময় পুলিশের সাথে শুরু হয় সংঘর্ষ।
বিকেল সাড়ে ৫টার দিকে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এই এলাকায় জামায়াতের হামলায় অন্তত ২৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। ১০-১২টি মোটর সাইকেল পোড়ানো হয়।
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।