আমাদের কথা খুঁজে নিন

   

এক অনাকাঙ্ক্ষিত কাহিনী !!!

অনেক কিছু লিখতে ইচ্ছে করে কিন্তু গুছিয়ে লিখতে পারি না ... মিরপুরে মেজর সাদিক ও তার স্ত্রী দীপুর নির্যাতনের শিকার টাঙ্গাইলের কালিহাতীর দুই ভাই-বোন মোর্শেদা আক্তার ও মোর্শেদ আলম। সেনা কর্মকর্তা ও তার স্ত্রীর বিরুদ্ধে দুই শিশু গৃহকর্মী ভাই-বোনকে মধ্যযুগীয় নির্যাতন চালানোর অভিযোগ পাওয়া গেছে। এখানেই শেষ নয়, শিশু দুটিকে মামলায়ও জড়িয়ে দেওয়া হয়েছে। নির্যাতিত ও তাদের পরিবারের অভিযোগ, মারধর করে অজ্ঞান করার পর তাদের কোনো ধরনের খাবার ও চিকিত্সা না দিয়েই বাসার একটি কক্ষে দু’দিন আটকে রাখা হয়। পরে মামলা না করার শর্তে শিশু দুটিকে মা-বাবার কাছে ফেরত দিতে রাজি হন ওই সেনা কর্মকর্তা।

নির্যাতনের শিকার ভাই-বোনের নাম মোর্শেদা আক্তার (১১) ও মোর্শেদ আলম (৯)। তারা টাঙ্গাইলের কালিহাতী উপজেলার টেংগুরিয়া গ্রামের মোশারফ হোসেনের ছেলে-মেয়ে। শিশু দুটি বর্তমানে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন। অভিযুক্ত সেনা কর্মকর্তা হলেন ঢাকার মিরপুর ক্যান্টনমেন্টে কর্মরত মেজর সাদিক। তার স্ত্রীর নাম দীপু।

এই দম্পতি মিরপুরের ১২ নম্বর সেকশনের ১৪০/১ নম্বর বাসায় বসবাস করেন। মোর্শেদার বাবা মোশারফ জানিয়েছেন, মেজর সাদিকের শ্বশুরবাড়ি কালিহাতী উপজেলায় হওয়ায় তার সন্তান দুটিকে তাদের বাসায় দিয়েছিলেন। গতকাল টাঙ্গাইল জেনারেল হাসপাতালে সরেজমিন গেলে নির্যাতিত শিশু দুটি কাঁদতে কাঁদতে সাংবাদিকদের কাছে ওই সেনা কর্মকর্তা ও তার স্ত্রীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করে। এর আগে ১৩ সেপ্টেম্বর বাবা মোশারফ তাদের ঢাকা থেকে মুক্ত করে নিয়ে আসেন। মোশারফ হোসেন জানান, খবর পেয়ে গত মঙ্গলবার মেজর সাদিকের মিরপুরের বাড়িতে যাই।

সেখানে গিয়ে আমার দুই সন্তানের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন অবস্থায় আটক দেখতে পাই। পরে তাদের চিকিত্সার জন্য ছেড়ে দিতে বললে মেজর সাদিক বলেন, ‘তারা চুরি করেছে। পুলিশে দেব। ’ এ কথা শুনে মেজর সাদিক ও তার স্ত্রী দীপুর হাতে-পায়ে ধরে মোশারফ তার সন্তানদের ছাড়িয়ে এনে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এদিকে শিশু দুটির পারিবারিক সূত্র জানিয়েছে, কালিহাতীর শ্বশুরবাড়ির লোকজনের মাধ্যমে বিষয়টি আপস করার চেষ্টা করে আসছেন মেজর সাদিক।

নির্যাতনের অভিযোগের ব্যাপারে মেজর সাদিক টেলিফোনে বলেন, ‘বাসায় যে গৃহকর্মী ছিল তারা আমার মেয়ের কানের দুল চুরি করেছে। ’ তবে তাদের নির্যাতনের কথা অস্বীকার করে তিনি বলেন, ‘আমি তাদের বিরুদ্ধে মামলা করেছি। আজ-কালের মধ্যে পুলিশ ওদের গ্রেফতার করবে। ’ " এই বদমাইশ দুইটার ছেলে-মেয়েরে যদি এখন এইভাবে নির্যাতন করা হয় তাইলে বুঝবে অন্যের সন্তানকে মারলে কেমন লাগে। যতসব হারামি, কুত্তার দল ... " ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।