তুই ভালো থাকিস, আমি সুন্দর থাকবো
১। আপনার বস সবসময় ঠিক কথাটাই বলেন।
২। যদি আপনার মনে হয় আপনার বস ভুল করছেন, তাহলে ১ নাম্বার নিয়ম টা আবার দেখুন।
৩।
যারা বেশি কাজ করে, তার আরো কাজ পায়; অন্যরা পায় পেমেন্ট, বোনাস, এমপ্লয়ি বেনেফিট, প্রোমোশন।
৪ পি, এইচ, ডি (PHD) মানে হচ্ছে Pull Him Down। একজন এমপ্লয়ি যতবেশি পরিশ্রমি, যত বেশি অনুগত, যত বেশি মেধাবি, তত বেশি লোক তাকে নিচে টেনে নামানোর জন্য নিয়োজিত।
৫। আপনি মেধাবি এবং কাজে দক্ষ হলে আপনি সব কাজ পাবেন, আপনি অনেক বেশি মেধাবি হলে আপনি এর মাঝ থেকে বের হয়ে আসতে পারবেন।
৬। বস যখন এমপ্লয়িদের কে প্রোডাক্টিভিটি বাড়ানোর কথা বলেন, তারা নিজেদের প্রোডাক্টিভিটির ব্যাপার টা এড়িয়ে চলেন।
৭। আপনি কি করেছেন সেটা কোনো ব্যাপার না, ব্যাপার হচ্ছে আপনি আপনি কি করেছেন বলে দাবি করেন এবং কি করবেন বলে ঘোষনা দিচ্ছেন।
৮।
কোনো সেক্টরে কখনো এতোটাই ভালো হবেন না যে আপনি ছাড়া অন্য কেউ সেই কাজ করতে পারবেনা, তাহলে আপনাকে সবসময় সেই একই কাজ করতে হবে, সেই একি সেক্টরে থাকবেন এবং প্রোমোশনের কথা ভুলে যেতে হবে।
৯। কোনো একটা কাজে সফল হবার চেষ্টা করুন, সফল না হলে আবার চেষ্টা করুন, সফল না হলে চেষ্টা করা বন্ধ করুন।
১০। যখন আপনি জানেন না আপনাকে কি করতে হবে, চিন্তিত ভাবে দ্রুত হাটা চলা করতে থাকুন।
১১। আপনার ডেডলাইনের শেষ মিনিটে না পৌছা পর্যন্ত কোনো কাজ শেষ হবে না।
১২। আপনি যত বেশি কাজ ই করুন না কেন, আপনি কখনো ই পর্যাপ্ত কাজ করেন নি।
১৩।
যে কোন কাজ বা যে কোনো কিছুকেই আপনি 'অন্যান্য' (Miscellaneous) বলে চালিয়ে নিতে পারেন।
১৪। প্রোমোশন পাবার জন্য কাজ করতেই হবে তা কখনোই নয়।
১৫। প্রোমোশন পাবার জন্য আপনাকে জানাতে হবে আপনি জানেন আপনার কি কাজ।
১৬। সর্বশেষ যে চাকরি ছেড়ে গিয়েছে বা অফিস যাকে ছেড়ে দিয়েছে সব ভুলের কারন হচ্ছে সেই লোক, সে ভুল না করলে এই ধরনের ভুল কোনদিন ই হতো না।
১৭। এই নিয়ম গুলো মেনে চললে-ই কিন্তু আপনার কাজ হয়ে যাবেনা। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।