আগামীকাল আরেক কুখ্যাত #রাজাকার, ৭১ সালে ইসলামী ছাত্র সংঘের সভাপতি #মুজাহিদ এর রায়। এই রায় ও প্রহসন হবে কিনা জানি না। ছাগুদের গেলানোর জন্য মুজাহিদের কিছু পাকিস্তান নিয়ে অমিয় বানী সংকলন করলাম।
* আমরা আজ ইসলাম বিরোধী শক্তি এবং চ্যালাঞ্জের সম্মুখীন। এই পবিত্র দিবসে আমরা জাতির স্বার্থে এবং এদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য আত্যোৎসর্গের শপথ গ্রহন করব।
- দৈনিক সংগ্রাম, ২৫ শে অক্টোবর, ১৯৭১
১৯৭১ সালে ৭ই নভেম্বর ঢাকায় বদর দিবস পালিত হয়। এ উপলক্ষে বিকেলে ঢাকা বায়তুল মোকাররম প্রাঙ্গণে ঢাকা শহর ইসলামী ছাত্র সংঘের উদ্যোগে এক সমাবেশ হয়। এই সমাবেশে পূর্ব পাকিস্তানের ইসলামী ছাত্র সংঘের সভাপতি আলি আহসান মুজাহিদ বদর দিবস উপলক্ষে ৪ দফা দাবি ঘোষণা করে। সেই সময় ভারতের সৈন্য সশস্ত্র হয়ে পূর্ব পাকিস্তানে প্রবেশ শুরু করেছে মুক্তিজুদ্ধাদের সহায়তার উদ্দেশ্যে। তাই সে ৪ দফা ছিল ভারত এবং মুক্তিযোদ্ধা বিরোধী।
৪ দফা গুলো হল।
* দুনিয়ার বুকে হিন্দুস্তানের কোনও মানচিত্র আমরা বিশ্বাস করি না। যতদিন পর্যন্ত দুনিয়ার বুজ থেকে হিন্দুস্তান মুছে দেয়া না যাবে ততদিন আমরা বিশ্রাম নিব না।
*আগামাকিল থেকে হিন্দু লেখকদের কোনও বই অথবা হিন্দুদের দালালী করে লেখা পুস্তক কোনও লায়ব্রেরিতে স্থান পাবে না বা কেউ বিক্রি করতে পারবে না। যদি কেউ করেন তবে পাকিস্তান অস্তিত্তে বিশ্বাসী রাজাকারেরা তা জ্বালিয়ে ভস্ম করে দিবে।
* পাকিস্তানে অস্তিত্বে বিশ্বাসী স্বেচ্ছাসেবক দের সম্পর্কে বিরূপ প্রচার করা হচ্ছে। যারা করছে তাদের ব্যাপার এ হুঁশিয়ার থাকুন।
*বায়তুল মকাদ্দেস্কে উদ্ধারের সংগ্রাম চলবে। এই ঘোষণা বাস্তবায়িত করার জন্য শির উঁচু করে, বুকে কোরআন নিয়ে মর্দে মজাহিদের মত এগিয়ে চলুন। প্রয়োজন হলে নয়াদিল্লি পর্যন্ত এগিয়ে গিয়ে আমরা বৃহত্তর পাকিস্তানের পতাকা উত্তোলন করব।
এরপর শপথ করে বলে-
* ভারতের আক্রমণ রুখে দাঁড়াব।
* মুক্তিযোদ্ধাদের খতম করব।
* ইসলামী সমাজ কায়েম করব।
এরপর সমাবেশ শেষে স্লোগান চলতে থাকে-
* আমাদের রক্তে পাকিস্তান টিকবে।
( সুত্র- দৈনিক সংগ্রাম ৭ই নভেম্বর এবং #Genocide Bangladesh) ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।