আমাদের কথা খুঁজে নিন

   

।। শামুক-মানুষ // রহমান হেনরী ।।

বাঙলা কবিতা __________ চলে যাচ্ছি, বালুকণা, দূর্বা ঘাসের মিহি পাতাটির সবুজ ছায়ায়; ঝিনুকের বুকের ভেতরে যে-বিন্দু জুড়ে সিলিকন, একদিন মুক্তা হয়ে ওঠে--- ফিরে যাচ্ছি, সেই কেন্দ্রবিন্দু লক্ষ করে; দূরে যাচ্ছি, দিগন্তে নিঃসঙ্গ পাখি, যে-রকম সরে যেতে যেতে বিন্দু হয়, চোখের নিশানা ঝাপসা ক'রে অদৃশ্যের দৃষ্টি ধাঁধা হয়; নকশী-কাঁথার সুচশৈলী থেকে উঠে-পড়া সুতো, চলে যাচ্ছি, সুচছিদ্র পথে। নেমে যাচ্ছি, শৈশবের বিলে, ঠান্ডা জলের ভেতরে এক গহীন গভীরতম ওমে; যেন এক অসম্ভব সময়ের উল্টো-পাকে ফিরে যাচ্ছি, পুনরায় মাতৃজরায়নে! নিজের ভেতরে নিজে ঢুকে যাচ্ছি, একবিংশ শতাব্দীর শামুক-মানুষ; একদিন ফিরে আসবো ব'লে। _________

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।