আমাদের কথা খুঁজে নিন

   

এক অনুভূতিহীন আকাশ

আমার কিন্তু স্বপ্ন দেখতে আজও ভাল লাগে। একদিন আমারও একটা আকাশ ছিল প্রভাতের সোনালী আলো আর রাতের বেলায় আধার কালো একদিন আমার ও একটা আকাশ ছিল। সে আকাশে ছিল- চাদের লুকোচুরি খেলা শরতের ছেড়া মেঘের ভেলা আর গ্রীস্মের তাবদাহের তীব্র দহন জ্বালা আমার সে আকাশ ছিল আমার সারাবেলা। হেমন্তে সে আকাশে ছিল শিশিরের ছোয়া। শীতে সে আকাশ ছিল কুয়াশয় ধোয়া।

বসন্তে সে আকাশ ছিল হাজার তারায় ছাওয়া। আমার সে আকাশে ছিল আমার সব পাওয়া। একদিন আমার আকাশে ও বর্ষা এসেছিল গুড় গুড় মেঘের ডাক আর বিদ্যু চমকে ছিল। ঝুমুর ঝুমুর বৃষ্টির শব্দে সে আকাশের হৃদ্য় গলে ছিল আকাশটা সত্যি প্রেমে পড়েছিল। প্রেমে পড়েছিল বর্ষার ঝুমুর ঝুমুর নূপুরের শব্দ যার।

আমার সে আকাশ শুধু একাবার স্পর্শ পেয়েছিল তার। তারপর বর্ষার সময় হয়না আর পথ চেয়ে আকাশের সব গুলো পাড় দিগ্বালয়ের মুখে ভেঙ্গে চুড়মাড়। আশা মাখা আকাশের পাজরের হাড় নিরাশার দাবানলে পুড়ে ছাড়খাড়। আমার সে আকাশে আর কখন ও বসবে না চাঁদের পাহাড়। এখন আমার আছে এক অনুভূতিহীন আকাশ আর সে আকাশে আছে যন্ত্রনার বিকাশ।

একদিন আমারও একটা নির্মল আকাশ ছিল প্রভাতের সোনালী আলো আর রাতের বেলায় আধার কালো এমন একটা নির্মল আকাশ একদিন আমার ও ছিল। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।