সেই সকল মানুষদের দ্বারা অনুপ্রাণিত, যারা পৃথিবীর মানুষের কাছে নিজেকে প্রমান করেছে এবং পৃথিবীকে সাজিয়েছে নতুন রূপে। তাদের রঙে নিজেকে রাঙাতে সংগ্রাম করে চলি। আমরা এমন এক দেশে জন্মেছি যেখানে - ১. পিত্জা ডেলিভারি এম্বুলেন্স আর পুলিশের আগে আসে। ২. গাড়ির লোন ১৮%, কিন্তুশিক্ষা লোন ৪০% । ৩. চালের কেজি ৫০ টাকা,কিন্তু সিম কার্ড প্রায় ফ্রী। ৪. জুতা বিক্রি হয় এসি শো-রুমে আর খাবার জিনিস (সবজি ) বিক্রি হয় ফুটপাতে। ৫. আমরা খাই কৃত্রিম লেবুর জুস,আর আসল লেবুর রস দিয়ে করি ডিসওয়াশ। ৬.ভূয়া ডিগ্রীধারীরাই সমাজের মাথা (শিল্প পতি),আর সত্যিকারেরমেধাবীরাই কর্মহীন। আবার এই দেশ নিয়েই আমরা স্বপ্ন দেখি
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।