আমাদের কথা খুঁজে নিন

   

কত কি পেয়েছি, দেখেছি, শিখেছি; নামমাত্র অপচয়ে কত সঞ্চয় । খেয়াল করিনি কখন তিন বছর পার করে এলাম ।

সত্য সুন্দরকে ব্রত করি জীবনে আজ খেয়াল হোল , তিন বছর বাইশ ঘন্টা । এমনি করে অগোচরে পালিয়ে যায় সময় জীবন থেকে ভিন্ন ভিন্ন পরিচয় নিয়ে , নানা আঙিকে । ব্লগে বসে কত চেনা অচেনা ফুল কুড়িয়ে ডালি ভরেছি, সুগন্ধে ভরে গেছে কত ধরনের মূহুর্ত , এমনই তার গুন যে সময়ের বাতাস তাকে সরিয়ৈ নিতে পারে নি । তাই সেই প্রথম দিন থেকে যারা ছিল কাছাকাছি, তারা আছে ; নতুনেরা চির চেনা রূপ ধরে ধরা দিচ্ছে । সবার সঙ্গে এ আসরে দু:খ - সুখের ভাগাভাগি । সবার সঙ্গে হাসি কান্নায় রাশি রাশি স্বপ্ন গাঁথা । সবার জন্য বেশী কিছু পারি না ; শুভকামনা অন্তরের অন্ত:স্থল থেকে । শেষ পোষ্ট আমার এটাই তিন বছর পূর্তি পোষ্ট । Click This Link  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।