আমাদের কথা খুঁজে নিন

   

যখন ইচ্ছা করে সুপারহিরো হতে------------

© তন্ময় ফেরদৌস সমাজের শত অসঙ্গতি দেখে মাঝে মাঝে মনটা চায় SUPERHERO হয়ে যাই। আপনাদের কি ইচ্ছা হয়না? তাহলে আসুন একটু আপনাদের সাথে মিলিয়ে নেই নিজের চিন্তাভাবনাগুলো। SUPERMAN হতে মন চায়ঃ যখন দেখি প্রচন্ড ট্রাফিক জ্যাম,অথচ পরিক্ষার বাকি ১০ মিনিট। উড়ে জাওয়া ছাড়া উপায় নাই। SPIDERMAN হতে মন চায়ঃ যখন দেখি ১৬ তলায় অফিসে জেতে হবে,অথচ ১টা লিফট বন্ধ,আরেক্টার সামনে ১০০ জনের লাইন।

দেয়াল বেয়ে উথা ছাড়া উপায় নাই। X-MAN হতে মন চায়ঃ যখন দেখি এলাকার মাস্তানরা নিজেদের পাওয়ার দেখাতে ব্যস্ত। অথচ অন্যদের যে পাওয়ার থাকতে পারে সেটা মাথায় নাই। BATMAN হতে মন চায়ঃ যখন দেখি শহরে ছিনতাই ডাকাতি গুনত্তর হারে বাড়ছে কিন্ত মেয়রের কোন দায় নাই। IRONMAN হতে মন চায়ঃ যখন দেখি যন্ত্রের মত জীবন যাপন করতে গিয়ে মানুষ আর যন্ত্রের মাঝে কোন ফারাক পাই না।

HARRY POTTER হতে মন চায়ঃ যখন দেখি সুদরশন চেহারার মানুষগুলার আচরন কুত্তার মত অথচ জাদুর কাঠি দিয়ে নিমেষেই চেহারা পাল্টে দেয়া যেত। SABU হতে মন চায়ঃ যখন দেখি রেগে আগ্নেয়গিরী ফেটে জাওয়ার মত অবস্থা অথচ অক্ষমতার দরুন করুন ভাবে বসে থেকে মাথা নাড়ি। ROBOCOP হতে মন চায়ঃ যখন পুলিশের হাতে অহেতুক হয়রানি হতে হয় আর ১০ বছর পরও আসামি ধরা পড়েনা। TARJAN হতে মন চায়ঃ যখন দেখি শহুরে complication এর চেয়ে জংগলই ভাল। CASPER হতে মন চায়ঃ যখন দেখি ভুতদের অবস্থা আমাদের চেয়ে অনেক ভাল।

অপি আক্তার হতে মন চায়ঃ যখন দেখি আমার ব্লগে কোন হি্ট নাই অথচ অপি আক্তারের ব্লগে দুই লাইন লিখে ৯০০০ বার পঠিত ও ১২০০তাধিক মন্তব্য বিশ্বাস হয় না ? তাইলে এইখানে টিপ দেন। নাফিস ইফতেখার হতে মন চায়ঃ যখন দেখি কারনে অকারনে পাব্লিক হিট হয়ার জন্য ক্যাচাল করে। রফিকুল আমিন হতে মন চায়ঃ যখন দেখি এম.এ পাশ করে ভাত নাই অথচ ডেসটিনি করে বাড়ি গাড়ি করে। BILL GATES হতে মন চায়ঃ যখন দেখি তীব্র শীতের রাতে খালি গায়ে ফুটপাতে শুয়ে আছে ছোট শিশু অথচ টাকার বিছানায় ঘুমায় কতজন। একজন মুক্তিযোদ্ধা হতে মন চায়, যখন দেখি রাজাকার গুলারে বিজয় দিবসের বিশেষ অনুষঠানে বিশেষ অতিথি করা হয়।

পরিশেষে একজন সুখি মানুষ হতে মন চায় যখন অমানুষিক যন্ত্রনার মাঝে আমি যে একজন মানুষ সে কথাই ভুলে যাই। ------------------------------------------------------ পোস্ট উৎসর্গঃ প্রিয় ব্লগার ও অত্যন্ত ট্যালেন্ট ডিসকো বান্দরকে। আমারা আজীবন আপনার বান্দ্রামির কাহিনী শুনতে চাই। সামুতে রম্য লেখায় আপনি ধরা ছোয়ার বাইরে। সেভাবেই থাকুন , আর আমাদের আনন্দ দিয়ে যান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।