আমাদের কথা খুঁজে নিন

   

আদম ও হাওয়া আ এর বিয়ে কে পড়ান , কলমা কি ছিল ।

একটি গন্ধমের লাগিয়া / আল্লায় বানাইল দুনিয়া ***************************************** ব্যক্তির প্রশ্ন এবং হুজুরের উত্তর ব্যক্তি / আদম ও হাওয়া আ এর বিয়ে কে দেন , কাজী কে ছিল ? কলমা কি ছিল । হুজুর / আদম আ এবং হাওয়া আ কে আল্লাহ্‌ পাক ১ম পয়দা করেন এবং রুহ দেন , এবং বেহেস্তে রাখেন , লক্ষ বছর যাবত সেথায় সুখে দিন কাটাতে লাগলেন , আল্লাহর এবাদতে মশগুল রইলেন । ফেরেস্তারা যা জানতনা আদম ও হাওয়া আ তা ভাল জানতেন । আল্লাহর কত বড় ক্ষুত্রত , তিনি জাহেরি বাতেনি সব শিক্ষা দিলেন তার অসীম ক্ষুত্রতে । একদিন আদম আ বেহেস্তে একটি ময়ূর দেখতে পেলেন ।

ময়ূর টি সুন্দর একটি হিরার আয়নার সামনে বসা , তার মাথায় মনিমুক্তা খচিত একটি পালক নুরের জ্যুতি টিকরে বেরুতে দেখলেন । আয়নায় ভাসে লা ই লাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাছুলুল্লাহ , ময়ূর অদৃশ্য হলে সেথা আদম আ নিজের ছবি দেখতে পেলেন , এবং আল্লাহর ক্ষুত্রতি পায়ে সিজদায় লুটাইলেন । আল্লাহ বলেন হে আদম ভয় পেওনা কালমা শরিফ পড় দিলের ফেরেশানি দূর হবে । তিনি কালমা পড়লেন , সাথে সাথে তার ফেরেশানি দূর হয়ে মনে এক অনাবিল আনন্দের বান ডাকল । হাওয়া আ কে দেখতে পেলেন অন্য এক অপরূপ লিলায় ।

নিজেকে হাওয়া আ এর নিকটে অতি পরশ চুম্ভকের মত আকৃষ্ট করতে লাগলেন । আল্লাহ বলেন হে আদম সংযত হও আমি তোমাদের প্রতিপালক অবশ্যই তোমাদের জন্য রেখেছি উত্তম জীবন আদর্শ । আদম আ আবার ও আল্লাহর নিকট লজ্জিত হলেন । আল্লাহ নিজে তার অসংখ্য ফেরেস্তা গণকে নিয়ে বেহেস্তের মধ্য তাদের বিবাহ দেন আর তাদের দেন মোহর ছিল পবিত্র কলমা শরিফ , ফেরেস্তারা আনন্দের গান গাইতে গাইতে বেহেস্তি সুললিত সৌরভে তাদের স্বাগত জানালেন । খোশ আমদেদ / ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৩১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।