আমাদের কথা খুঁজে নিন

   

প্রান-বন্দনা

আমি বেঁচে থাকতে চাই আমার সৃষ্টির মাঝে। মানুষের মাঝে মানুষ হয়ে। ভালোবাসি হাসতে আর নিজের অনুভূতি গুলোকে আমার লেখার মাঝে ধরে রাখতে। বৃষ্টির মাঝে ভিজতে দেখা, পাখির মত তোমার উচ্ছলতা। একটু একটু করে ভাললাগা, সে আমার নিজের অজান্তে।

তোমার ই মধুর হাঁসি, অবাক, নিস্পলক দৃষ্টিতে দেখা। বারে বারে জাগে হৃদয়ে, শুনি ভালবাসার গুঞ্জন। করেছো দাসী আমারে, রঙিন তোমার ভালবাসাতে। খুঁজি আমি তোমাকে, আমার প্রাণ বন্দনায়। জুড়ে আছো তুমি, আমার সারাটি হৃদয়।

করি আমি রঙ খেলা, ফুরায় যখন আমার বেলা। তবু কথা আমার, রইল আজও না বলা। পুড়ি আমি ,যাই মরিয়া, তোমারই ভালবাসাতে। সকাল সাঝে আমার মাঝে, তুমি প্রান-বন্দনা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।