আমাদের কথা খুঁজে নিন

   

আজ পোষ্ট হলো কথারা.........

আমার খুব বন্ধু ঘাস জন্মাবে একটু পর ঠিক আমার পিঠ বরাবর। ১. আয়নার বিপরীতে দাঁড়িয়ে কী দারুন ক্রোধে ফেটে পড়ছো নিজের সাথে এতো অভিমানে কি আছে । নেমে এসো রাস্তায় ঘুপচিতে জিবন বিষিয়ে যাচ্ছে মনে মনে বার যে বলো ইঁদুরের মতো কেবল গর্তে ঢোকা । ২.মাঝে মাঝে কিছু লিখতে চাই না তবু ও কেউ লিখিয়ে নিয়ে যায় আদিগন্ত দূর থেকে ভেসে আসা বাচ্চাদের হৈ হুল্লোড় অনুবাদের চেষ্টা করি অনেকটা সদ্য বয়সন্ধি পেরুনো বালিকার স্তনের সৌন্দর্যের অধিকারী হওয়া ; ব্লকহোলের মতো পুরোটা মাথা ভরতি অসস্থির কোন মানেই জানি না তবুও একটা সমুদ্রে লবনাক্ত জল ঢালি আর পাতাদের সাথে কথা বলি আজ কেউ কথাবলা গাছেদের পোশাক ছিড়ে সংখ্যা বসিয়ে গেছে সময় থাকলে আমিও দাড়াতাম কেউ হয়ত আমাকেও নম্বর দিতে পারে লাশকাটা ঘরে ! উফ বিশ্রী অন্ধকার একটা কাকের মতো আমি প্রেমিকার সাথে মিলত হই পূর্ণ আলোয় । আজ কতকাল পরে জানতে ইচ্ছে হচ্ছে তুমি কেমন আছো ? ৩.এক পীচ রাস্তার মোড়ে দ্যাখা হতে পারে কিছু কুয়াশারা জমা আছে চিবুকে রোদ জমা রাখা সে বাগানের ফুল গুলো তুলে রেখে এক পীচ রাস্তার মোড়ে দ্যাখা হতে পারে দ্যাখা যদি হয় কি নামে ডাকতে পারি তোমাকে দীপান্বিতা ! ৪.তোমাদের শহরে পুড়ে গেছে কবে আত্মা পোড়া আত্মার ঘ্রাণে মাতাল তুমি জেগেছিলে বনে । বন ডেকেছিলো তোমায় ও তোমার কি নাম ছিলো ?কী নামে ডেকেছিলো ! তোমাদের শহরে রুপকথা মেলে থাকে বইয়ে সাদা পাতায় কে লিখেছিলো তোমার নাম কোন দুপুরে সূর্য উঠেছিলো দীঘির অতলে ! পাখি ,পাখি ছিলো সেখানে গেয়েছিলো তোমার প্রাণের কাব্য তুমি ,তুমি জেনেছিলে বিষাদ ; আর তাই বিষাদ ছড়াতে নামলে রাঙা রাঙা পথে ধূলিতে এ শহরের আগুনে । ৫.অনেক দিন কিছু লিখছি না ;শ্যাওলা ধরা জলের ঘাটে বসে থাকি পাখির ভাষা বুঝতে ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।