আমাদের কথা খুঁজে নিন

   

অসম প্রেম,এক বুক জ্বালা।

সোনার হরিনের পেছনে ছুটছি। কদিন হল সে আমাদের বাড়ীতে এসেছে। আমার আব্বু ওকে আমাদের বাড়ীতে নিয়ে এসেছে। আব্বু ওকে অনেক পছন্দ করে। সে দেখতে অনেক সুন্দর।

ও আমাদের বাড়ীতে আসার পর থেকে আমরা তাকে অনেক আদর করা শুরু করি। সবাই ওকে খুব বেশি আদর করে, আমার মনে হয়। কিছু দিন যেতে না যেতেই আমি আমার ভিতর তাকে নিয়ে অন্য রকম একটা কিছু অনুভব করা শুরু করা করলাম। আমার মনে হতে লাগলো,আমি মনে হয় ওর প্রেমে পরে যাচ্ছি। এর মধ্যে সবাই সিদ্ধান্ত নিলো ওর সকল দেখা শুনা এবং খাওনোর ভার আমাকেই নিতে হবে।

আমি ও এক কথায় রাজি হয়ে গেলাম। আমি তাকে নিয়ে ঘুরে বেড়ালাম আমাদের সুন্দর গ্রাম। প্রত্যেক বার খাওয়ার সময় আমি তাকে যত্ন করে খাওয়ালাম। কিছু দিন যেতে না যেতেই আমার মনে হল সেও আমার প্রমে পরে গেছে। তার মায়া মাখানো দৃষ্টিই আমাকে এটা ভাবতে বাধ্য করলো।

আর তারা তো কখনও মুখ ফুটে কিছু বলতে পারে না বা পারলেও বলে না। আমি একটু সময় নিয়ে তাকে পরখ করলাম,সত্যি সে আমাকে ভালবাসে কিনা। সময়ের সাথে সাথে সে আমাকে জানান দিলো সেও আমাকে ভালবাসে। যেহেতু সে অনেক সুন্দুর তাই আমিও তাকে না ভালবেসে থাকতে পারলাম না। আমার এত ভালবাসার কারনেই,আমার মনে হল, সে আর নিজেকে নি:শংগ ভাবে না।

সে আমাদের বাড়ীকে নিজের বাড়ী মনে করতে শুরু করছে। এই নিশ্চিন্ততা তাকে আরও সুন্দর হতে বাধ্য করল। এই কয় দিনে সে অনেকটা মোটা হয়ে গেল। এদিকে তার চলে যাওয়ার দিন আসতে শুরু করল। আমি অনেক চিন্তিত হয়ে পড়লাম।

কিন্তু আমি দেখলাম যে ,তার চলে যাওয়া নিয়ে তার মধ্যে তেমন কোন চিন্তা নাই। এতে করে তাকে আমার ধোকাবাজ মনে হতে লাগল। কিন্তু আমার মনে কোন ঘৃনা জন্ম নিল না তার প্রতি। কারন আমি তাকে অনেক ভালবাসি। ইদানিং আমার মন খুব খারাপ থাকে, কারন সে চলে যাবে।

কিন্তু আমার মনটাকে সে বুজতে পারে না। আমি তাকে নিয়ে যতটা চিন্তিত। আমার মনে হয় আমাকে নিয়ে সে ততটাই নিশ্চিন্ত। তাহলে কি তার ভালবাসায় ছলনা ছিল। আমার মনে হচ্ছে সেও আমার কাছ থেকে হারিয়ে যাবে।

আমি এর আগেও অনেক বার ভালবেসে ধোকা খাইছি। কেন আমাকেই বার বার এমনভাবে আমার ভালবাসা কে হারাতে হবে। আর আমিই বা কেমন,না বুজে এত তারাতাড়ি কারও প্রেমে পরি কেন? আজ সে আমাদের বাসা ছেরে চলে যাবে। আমাদের কাছ থেকে বিদায় নিয়ে অনেক দূরে চলে যাবে। আর কখনও আমি তাকে দেখতে পাব না।

সবাই আনন্দ করছে তাকে বিদায় দেওয়ার জন্য। কিন্তু আমার মন ভিষণ খারাপ। আমি সকালে ঘুম থেকে উঠে দেখি ওকে গোসল করিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। সবাই গোসল করে নতুন জামা কাপড় পরেছে। আমিও অনেক কষ্টে গোসল করলাম নতুন জামা কাপড় পড়লাম।

তারপর আমি, বাবা,আর ছোট ভাইদের কে নিয়ে ঈদ মাঠে গেলাম নামাজ পরতে। আজ ঈদের দিন। কুরবানির ঈদ। আর এই দিনে আমার ভালবাসাকে বিদায় দিতে হবে। মানে তাকে কুরবানি করতে হবে।

আমি এতক্ষণ আসলে আমার প্রিয় কুরবানির ছাগলের কথা বলছিলাম। আমি নামাজ পড়ে দোয়া করলাম,আল্লাহ আমাদের ভালবাসার ছাগলটাকে তুমি মেনে নিও। আমাদের কুরবানিকে কবুল কর। আমিন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।