আমাদের কথা খুঁজে নিন

   

পিডিএফ ফাইলে এ্যানিমেশন দেওয়া

প্রেজেন্টশনের জন্য পাওয়ার পয়েন্টের বিকল্প নেই। পাওয়ার পয়েন্টের কিছু সুবিধা যেমন, প্রতি পেজ পরিবর্তনের সময় এ্যানিমেশন দেওয়া, মিউজিক দেওয়া বা ফুল স্ক্রিনে চলা ইত্যাদি যদি পিডিএফ এ দেওয়া যেত তাহলে কেমন হতো! এমনই পিডিএফ ফাইল বানানো যায় ‘পিডিএফরিজাটর’ সফটওয়্যার দ্বারা। এ্যানিমেশন যুক্ত পিডিএফ বানাতে সফটওয়্যারটি চালু করে ইচ্ছামত ছবি বা পিডিএফ ফাইল খুলুন। এবার ডানে Document ট্যাবে গিয়ে Presentation Mode এর ড্রপ-ডাউন থেকে Yes করুন। পিডিএফ ফাইলটি চলার সময় কোন মিউজিক শুনতে চাইলে Background Music এ মিউজিক আনতে পারেন।

এছাড়াও Metadata এর দরকারি তথ্য দিতে পারেন। এবার বিভিন্ন পেজে এ্যানিমেশন দিতে পেজটি নির্বাচন করে Page ট্যাব থেকে Transition effect এ পছন্দের ইফেক্টস দিন। এভাবে প্রত্যেক পেজে আলাদা আলাদা অথবা একাধিক বা সকল পেজ নির্বাচন করে পছন্দের ইফেক্টস দিতে পারেন। সবশেষে Convert to PDF এ ক্লিক করে পিডিএফ ফাইল তৈরী করুন। এখানে একটা বিষয় উল্লেখ্য যে এই পিডিএফ ফাইলের সকল এ্যানিমেশন বা মিউজিক এডোবি রিডারে ভালোভাবে চলবে।

অনান্য পিডিএফ রিডারে এ্যানিমেশন বা মিউজিক ঠিকমত নাও চলতে পারে। ৩ মেগাবাইটের মত ফ্রিওয়্যার সফটওয়্যারটি Click This Link এখান থেকে ডাউনলোড করা যাবে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.