তবে আকাশকুসুম সপ্ন দেখিনা...... বাসে করে যাচ্ছিলাম, তিল ধারণের জায়গা নেই। হঠাৎ এক মহিলা বাসে উঠে সে কি চেঁচামেচি!!! তার বসার জায়গা কয়? তাদের জন্য সংরক্ষিত মহিলা আসনে ঠিকই মহিলা বসে আছে। ঐ মহিলার চেঁচামেচিতে সবার কান ঝালাপালা হওয়ার যোগার! ঐ মহিলা চাচ্ছিলেন জোর করে একজনকে সীট হতে উঠিয়ে নিজে বসার জন্য। কয়েকজন যখন প্রতিবাদ করলো তখন শুরু হলো তর্ক যুদ্ব।
মহিলা কথায় কথায় সম অধিকারের কথা বলেন।
ঐ একজন মহিলা প্রায় পুরো বাসের মানুষের সাথে তর্ক করলো, পারলে যেন কাউকে মেরে বসে!!! এত বাজে মহিলা জীবনে দেখি নাই।
এখন আমার প্রশ্ন হচ্ছে-
১. যদি সমঅধিকারের কথাই বিবেচনা করা হয় তাহলে মহিলারা কেন এত সুযোগ সুবিধা ভোগ করবে? তাদেরও আমাদের মতো বাসে ঝুলে ঝুলে যেতে হবে। তাদের জন্য কোন সংরক্ষিত আসন থাকতে পারবেনা। সমঅধিকার বলে কথা.......
২.কাজের ক্ষে্এও পুরুষের সমান কাজ করতে হবে।
৩.মোটকথা নারী-পুরুষ বলে আলাদা কিছু থাকবে না।
এ ব্যাপারে কোন স্যাকরিফাইস হবে না।
ও মহিলা ও এ কাজ পারবেনা এধরণের কোন কথা বলা যাবেনা। তাহলেই বোধ করি এ বির্তকের অবসান হবে।
ফ্তাহলে এত ঘচাং ঘচাং কথা শুনা লাগবে না।
কি বলেন সবাই????????? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।