নিজেকে চেনার জন্য কাজ করে যাচ্ছি আমাদের আয়ুষ্কাল অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করে তার একটি হল সেলুলার এজিং বা কোষের বয়স বৃদ্ধি। কোষগুলোর বয়স যদি বাড়ানো যায়, তাহলে আমাদের আয়ুও বাড়তে পারে... তবে এটি কিভাবে সম্ভব?
প্রতিটি কোষ বিভাজনের সময় ক্রোমোজোমের পেছনে লেজের মত থাকা টেলোমিয়ার এর দৈর্ঘ্য কমতে থাকে। কমতে কমতে একসময় কোষে সিগন্যাল যায় যে, 'তোমার আয়ু শেষ'।
তখন কোষটি মারা যায়। এই টেলোমেয়ারকে যদি ছোট না হতে দেয়া যায় তবে কোষ বিভাজন চলবে এবং আমরাও অনেকদিন বেঁচে থাকব।
এখন কথা হল, টেলোমেয়ার এর দৈর্ঘ্য ঠিক রাখবে কে?
টেলোমারেজ নামক এনজাইম এই কাজটি করতে পারে। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে টেলোমারেজ এর কার্যক্ষমতা কমতে থাকে। কাজেই আমরা যদি বাইরে থেকে দেহে টেলোমারেজ দিতে পারি তাহলে কোষগুলো, তথা আমরা অনেকদিন বেঁচে থাকব।
কথাগুলো গল্পের মত মজার শোনালেও অনেক জটিলতা আছে। এজন্যই তো এই বিষয়ে গবেষণার জন্য ২০০৯ সালে মেডিসিনে নোবেল পুরষ্কার দেয়া হয়।
দুঃখের বিষয় হল এমন কোন ঔষধ এখনও মানুষের ব্যবহারের জন্য আবিষ্কৃত হয় নি, সবকিছু গবেষনার পর্যায়ে রয়েছে। কাজেই নিয়মিত ব্যায়াম ও এন্টিওক্সিডেন্টযুক্ত শাকসবজি খাওয়াই হবে বুদ্ধিমানের কাজ।
from The Curious Minds ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।