নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই প্রযুক্তিপন্য ছোট হতে হতে থেমে গিয়ে অধিক ক্ষমতাসহ আবার বড় আকারে আসে। সেই্ বড় আকারকে আবার যতটা সম্ভব ছোট আকার দিতে কতইনা প্রচেষ্টা।
আধা কেজি ওজন আর এক ফুট লম্বা মোবাইলগুলো এখন শুধু হাসিরই খোরাক জোগায়। মোবাইল ফোন ছোট হতে হতে এখন হাতুর তালুতে চলে এসেছে।
মন খানেক ওজনের কম্পিউটার, ল্যাপটপ হলো, ল্যাপটপ নোটবুক হলো, নেটবুক হলো।
একদিকে ছোট আকারের মোবাইল ফোন, অন্যদিকে ছোট আকারের নেটবুক নিয়ে দেয়া হলো ঘুটা, চলে আসলো ট্যাবলেট পিসি বা ট্যাব।
৭", ৮", ৯", ১০" সহ বিভিন্ন সাইজের ট্যাবলেটের সাথে মোবাইল সীম যুক্ত করার সুবিধা থাকায় কখনও কখনও ফোনের সুবিধাও পাওয়া যায়, কিন্তু কানের পাশে ১০" সাইজের আধলা ইট নিয়া কথা কইতে কার ভালো লাগে? তাই শুরু হইলো চিন্তা ভাবনা। এইবার ট্যাবলেট আর স্মার্টফোনের মিকচার দিয়ে তৈরী হয়েছে ফ্যাবলেট। ৫ থেকে ৭ইঞ্চি সাইজের এই ডিভাইসগুলোতে স্মার্টফোনের সকল সুবিধা এবং সাথে ট্যাবলেটের সুবিধাতো থাকছেই। ফলে একদিকে সহজে বহনযোগ্য, ফোন হিসেবে ব্যবহার যোগ্য, দীর্ঘ ব্যটারী, ট্যাবলেটের মতো কিছুটা বড় ডিসপ্লে সুবিধাসহ ফ্যাবলেট মার্কেটে স্মার্টফোন এবং ট্যাবলেটের জায়গা দখল করে নিচ্ছে।
রিপোর্ট অনুযায়ী ২০১২তে বিক্রির সংখ্যার পরিমান ২৫.৬ মিলিয়ন, ২০১৩ টে টার্গেট ৬০.৪ মিলিয়ন, ১৪৬ মিলিয়ন ২০১৬তে।
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।