আমার নিজের সম্পর্কে আমার ধারণা নেই :) যখনই তোর দেওয়া কাজলটা চোখে লাগাই, মনে হয় তুই তো এখনও আছিস আমার চোখে, যখন তোর দেওয়া নুপুরটা পায়ে বাজে, মনে হয় তুই তো এখনো বাজিস আমার মাঝে, যখনই তোর দেওয়া খোপার ফুলকে দেখি মনে হয় এখনো তুই আমার ভোরের পাখি। যখনই তোর দেওয়া চিরকুটটা পড়ি, ভাবি আবার তোকে নিজের করি। যখনই তোর দেওয়া লকেট টা পরি, মনে পরে যায় আমি তো ছিলাম তোর কালোপরী। যখনই তোর কথা মনে পড়ে যা্য , নিজেকে বুঝাই আমাদের ছিল না এক হওয়ার উপায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।