মন ভাল নেই... মোবাইল জায়ান্ট সনি এরিকসনের এক্সপেরিয়া সিরিজে নতুন একটি সংস্করণ যোগ হচ্ছে। স্মার্টফোন সিরিজ এক্সপেরিয়া নিওতে এই নতুন সংস্করণটি যোগ করার কথা জানিয়েছে সনি কর্তৃপক্ষ। খবর টাইমস অফ ইন্ডিয়া-এর।
জানা গেছে, নতুন মোবাইল ফোনটির নাম হবে ‘এক্সপেরিয়া নিও ভি। ’
নতুন স্মার্টফোনটিতে থাকছে, ৩.৭ ইঞ্চি ক্যাপাসিটিভ টাচস্ক্রিন ডিসপ্লে এবং ১ গিগাহার্টজ কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর, ৫ মেগাপিক্সেল ক্যামেরা, ১৬এক্স ডিজিটাল জুম, অটো ফোকাস, ফেস ডিটেকশন এবং ভিডিও রেকর্ডিং ফিচার।
এ ছাড়াও এটি জিপিএস, ব্লুটুথ, ডিএলএনএ, ওয়াই-ফাই এবং ইউএসবি ২.০ সমর্থন করে।
নিও ভি স্মার্টফোনটিতে বিল্টইন আকারে রয়েছে গুগল টক, ভিডিও চ্যাট, থ্রিডি ভিউ এবং ফেসবুক। দাগ প্রতিরোধী ডিসপ্লেটি তৈরি হয়েছে মোবাইল ব্রাভিয়া ইঞ্জিন প্রযুক্তিতে। ৩২০ মেগাবাইট ইন্টারনাল মেমোরি রয়েছে এ হ্যান্ডসেটটিতে।
অ্যান্ড্রয়েড জিঞ্জারব্রেড অপারেটিং সিস্টেম চালিত এ স্মার্টফোনটি চলতি বছরেই বাজারে পাওয়া যাবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।