দিনটি ছিল বৃহঃষ্পতিবার, তারিখ মনে নেই। সারাদিন মাথা ব্যাথা ছিল, একবার বমিও করেছি। হঠাৎ রাত ১০ টায় আমাকে ফোন করে জানানো হয় রবি নিবেদিত “কে হতে চায় কোটিপতি”র রাজশাহী জোনের অডিশনের জন্য আপনি নির্বাচিত হয়েছেন, অডিশন আগামীকাল সকাল ৯ টায়। আমার তো মাথায় হাত! দিনাজপুর-রাজশাহী সরাসরি কোনো বাস সার্ভিস নেই। আবার ট্রেন ছিল বিকাল পাঁচটায় তারপর আর কোন ট্রেন নেই।
এখন উপায়? “কে হতে চায় কোটিপতি”র মতো জনপ্রিয় অনুষ্ঠান, তাকে কি অবজ্ঞা করা যায়? চলে গেলাম বাস কাউন্টারে, কোনো একটা উপায় নিশ্চয় হবে। সেখানে তারা বলল, এক কাজ করতে পারেন। আপনি ঢাকাগামী কোনো বাসে উঠে সিরাজগঞ্জ নামবেন তারপর সিরাজগঞ্জ থেকে রাজশাহীগামী বাসে করে সকাল সাতটার মধ্যে রাজশাহীতে পৌঁছতে পারবেন। রাত ৩ টায় আমাকে সিরাজগঞ্জ মহাসড়কে নামিয়ে দেয়া হল। চারিদিক ছিল জনমানবশূন্য, নির্মল হাওয়া বইছিল আর সেই বিশুদ্ধ হাওয়া মনকে দোলা দিয়ে যাচ্ছিল, অন্য রকম এক অনুভূতির সৃষ্টি হয়েছিল যা আগে কখনো পাইনি।
রাতের রাস্তায় ঘোরার মজাই আলাদা এই প্রথম বুঝলাম অবশ্য যদি না ছিনতাইকারী বা অজ্ঞান পার্টির খপ্পরে না পড়েন। এরপর অনেকক্ষন পর একটা বাস পেলাম। সারারাত না ঘুমিয়ে অবশেষে রাজশাহীতে পৌঁছলাম এবং ঐ দিন বিকাল ৪ টা পর্যন্ত অডিশন দিলাম।
একদিন আবার একটা ফোন পেলাম। ফোনে এক মিষ্টি নারী কন্ঠ বলল, রবি নিবেদিত “কে হতে চায় কোটিপতি”র ফাইনাল রাউন্ডে আমরা ১০০ জন নির্বাচিত করেছি এবং ২০ জনকে ওয়েটিং লিস্টে রাখা হয়েছে, আপনি সেই ২০ জনের একজন।
ওয়েটিং প্রতিযোগী হিসেবে আপনি অনুষ্ঠান দেখতে পাবেন এবং কেউ যদি কোনো কারনে খেলতে না পারে তাহলে আপনি তার জায়গায় খেলতে পারবেন, আমরা আপনার সাথে পরে যোগাযোগ করবো। অবশ্য পরে আমি আর কোনো ফোন পাইনি, কেন পাইনি তাও জানিনা। যাই হোক যে অভিজ্ঞতা লাভ করেছি তাই বা কম কিসে?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।