আমাদের কথা খুঁজে নিন

   

মন খারাপের একেকটা মুহুর্ত

গভীরে যাও, আরো গভীরে যাও, এই বুঝি তল পেলে, ফের হারালে, প্রয়োজনে ডুবে যাও। কি প্রচন্ড বোকা আমি, চট করে মানুষকে বিশ্বাস করে ফেলি। আর এই বিশ্বাসের দাম আমাকে দিতে হলো। শুধু আমি না আমার ভুল মানুষকে বিশ্বাস করার মাশুল বটগাছকে দিতে হচ্ছে। আজ বটগাছ পুরোটাই বিধ্বস্ত।

আজা আমি বটগাছের নীচে বৃথাই ছায়া খোঁজার চেষ্ট করে গেছি। কোথাও মন বসাতে পারিনি। আজ আমি আমার বটগাছের ছায়া হারিয়ে ফেলেছি আমারি করা ভুলে। কষ্ট এটুকুই আমার জন্য বটগাছ বিধ্বস্ত হবে সেটা আমি জ্ঞানত কখনো চাইনি, অথচ ঈশ্বর আমাকে দিয়েই বটগাছের ক্ষতি করালেন। বিশ্বাস করো বটগাছ আমি এমনটা চাইনি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।