আমাদের কথা খুঁজে নিন

   

তর্কাবুল(তর্ক+আবুল)

দেশে দুইটা বলদ আছে আবুল আবুল নাম বোকার মত হাসে তারা গাধার মত কাম। একটা আবুল কথা বলে কার্টুন কার্টূন ভাব আরেক আবুল হেসেই চলে ফেলে দেশের লাভ। দুই আবুলে মাসতুত ভাই চুরির কাজে বেশ নিজের ভাল বুঝতে গিয়ে দেশকে করে শেষ। স্বার্থ বুঝে একটা আবুল অন্যটারে কয় "হেতার লাগি পকেট ফাঁকা পথতো হবেই ক্ষয়।" জবাব দিতে তেড়ে এসে ঐ আবুলে কয় "বলদটাতো বুঝেনা তাই আবোল তাবোল কয়।" আমি তারে ষোলআনাই দিলাম অনেক আগে ভাগের টাকা কম পাবে তাই আমার উপর রাগে। এই করিয়া দুই আবুলে তর্ক অবিরাম দেশের মানুষ বসছে খুলে হাসির নয়া খাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।