বাঙলা কবিতা __________________ মায়া-পৃথিবীর এক চটুল রমণী, সর্বনাশী; আয়ু ও যৌবন তার পাশাপাশি সমান্তর স্রোতে বহমান। আহা, জেল্লায় জৌলুসে যেন রমণীয় বিদিশা-চুম্বক উভকামী, কামিনী-নটিনী; চোখ-ইশারায় ডাকে, গভীর গভীরে চুমুকে-চুম্বনে কাঁপে, কাঁপায়-নাচায় রক্তের ভেতর থেকে তুলে আনে ঈশানের লাল আমাদের রমণের-রমণীর বাসনা-কঙ্কাল; অবশেষে, তার মোহিনী বাঁশির সুর, ভিন্ন গানে বাজে দিকচক্রবালহীন জলরাশি যেখানে কুহক স্রোতে জাগে তার কেন্দ্রস্থলে নিয়ে ফেলে যায়, ঘূর্ণমান লাটিমের সুতীব্র ধাঁধায় অনন্ত বিপাকে; পৃথিবীর সমান বয়সী মেয়ে, পুনর্যৌবন নিয়ে ফিরে ফিরে আসে, প্রতিটি নবীন জন্মে প্রণয়ের নতুন ছলনা তার আঁচলের ফাঁকে, চোখে-মুখে, কেশাগ্রে কামনা, বারবার অনভিজ্ঞ মাতাল প্রেমিক পেয়ে নাস্তানাবুদ করে ছাড়ে, অদৃশ্যে ভাসায়... আর সেই শ্রীমতি হস্তিনী, তৃপ্ত, জয়ী; টিকে থাকে, একা
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।