আমাদের কথা খুঁজে নিন

   

চোখ তুলে তুমি দেখো

যদি দেখো তুমি চোখ তুলে তবুও তো ভাল লাগে, নাইবা তাকালে আমার দিকে ওপারের সমুদ্রোর উচ্ছাস আমার শরীরে ঝাপটা মেরে চলে যাই তোমার চোখে চোখ না রাখতে পেরে। যদি বলো তুমি মুখ ফূটে তবুও তো ভাল লাগে, নাইবা বললে আমার সম্পর্কে কাছের শালিখ পাখিটি পাখার ঝাপটা মেরে চলে আসে আমার কাছে তোমার কথা না শুনতে পরে। যদি বলো আমার দিকে দাড়িয়ে ভাবতেই আমার বুকটা ভরে যাবে কোন আকুতি মিনতি থাকবে না আমার ঠোঁটে নির্বাক হয়ে তোমাকে দেখার ইচ্ছা আর ভালবাসার অসম্পূর্নতা আমাকে বার বার সাহস জোগায় তবুও কেন যানি পিছু সরে যায় তোমারই কারনে তবুও কি আকঁড়ে ধরবে আমাকে তোমার বুকের সাথে।।।।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।