আমাদের কথা খুঁজে নিন

   

ভাগ্নে-ভাগ্নীর প্রতিভা (ঈদ স্পেশাল)

ভাগ্নের প্রতিভার কথা আগেও বলেছি, কিছু নমুনাও দেখিয়েছি। এবার আরও কিছু নমুনা। সাথে ঈদ বোনাস হিসেবে ভাগ্নীদেরও কিছু প্রতিভার নমুনা থাকল। ১. প্রথমেই ভাগ্নের চিত্রশিল্পের প্রতিভা। ২. একই চিত্রের আরেক পিঠ।

৩. এটা ভাগ্নের নিজের আইডিয়ায় করা, ফোমের উপর টিউলিপের ছবি এঁকে কেটে নিয়েছে। ও ভালো কথা, ভাগ্নের হাতে মেহেদী লাগিয়ে দিয়েছিলাম আমি। ৪. মেহেদী যে কেমন পচা করে লাগাই সেটা তো দেখাই যাচ্ছে। আমার নিজের হাতে এজন্য নিজে লাগাই না, ভাগ্নীকে দিয়ে লাগাই সব সময়। এই যে ভাগ্নী মেহেদী লাগিয়ে দিচ্ছে।

এটা গত বছর রোজার ঈদের সময় লাগানো। ৫. পুরোটা লাগানোর পর এরকম হয়েছিল। ৬. এটা গত বছর কোরবানীর ঈদের সময় লাগিয়ে দিয়েছিল ভাগ্নী। ৭. এটা আরেক হাতে, মেহেদী লাগিয়েও ব্লগিং বন্ধ হয়নি। ৮. পরদিন মেহেদীর রঙ হয়েছিল এমন।

৯. এবারও ঈদের দিন সকালে ভাগ্নীর কাছে গিয়েছিলাম মেহেদী লাগাতে। ১০. বিকালে তার রঙ হয়েছিল এমন। ১১. এক ভাগ্নীর কথা বললাম, আরেক ভাগ্নী কী দোষ করল। সে সুন্দর সুন্দর ব্যাগ বানায়। এটা তার একটা নমুনা।

আজকের মত এটুকুই থাক।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।