আমাদের কথা খুঁজে নিন

   

লবন হাওয়া

জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়। সন্ধ্যা শেষে লবন হাওয়া এলো - আমার কোলে রেখে তোমার হাত, বলেছিলে, পূর্ণীমার এ রাত শান্ত ধারা করে এলোমেলো। তোমার চুলে সাগর ফেনার ঘ্রাণ, মনকে করে উথাল নদীর মাঝি; ঢেউয়ের মাথায় তারা জ্বলে আজি বিষন্নতায় কাঁদে আমার প্রাণ। এখন কোথায় তুমি আর আমি! সাগর বেলায় সন্ধ্যা নেমে আসে, ঢেউগুলো সব তীরকে ভালোবেসে আছড়ে পড়ে; জাগি সারা যামি।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।