আমাদের কথা খুঁজে নিন

   

নামাজ রোজা ছাইড়া দিছি বেস্তে যাইবার ভয়

নো কমেন্টস হাসান রাজা জন্ম ১৮৫৫ খ্রিস্টাব্দের ২৪ জানুয়ারী সিলেটের সুনামগঞ্জে ।প্রথম জীবনে হাসান রাজা ছিলেন লম্পতিয়া তার একটি গানে তিনি নিজেই একথা বলেছেন পরবর্তীতে মনের ভাবান্তর হলে তিনি গানে গানে বলেন ও যৌবন ঘুমের স্বপন, সাধন বিনে নারীর সনে হারাইলাম মূলধন । হাসান রাজার এই(নিচের) গানটি অনেক খুজার পর পাইছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম হাসান রাজায় কয় নামাজ রোজা ছাইড়া দিছি বেস্তে যাইবার ভয় নামাজ রোজা করিলে বেস্তে যাইবারে নিশ্চয়ই পরের মন্দ ছাইড়া দিছি দুজখেরি ডরে বেস্তে দুজখ এরাফে বন্ধু নিওনা গো মোরে বন্ধু ছাড়া থাকব না গো এই মনে কয় চরন ধরিয়া থাকি আমি এই মনে লয় বন্ধু ছাড়িয়া থাকতে পারি প্রানে নাহি সয় তিলেক মাত্র না দেখিলে মন প্রান দয় ।। নাছে নাছে হাসান রাজা দেখিয়ে জগ্যময় পুরাও আকাঙ্খা মোর অঙ্গে করিয়ে লয় । এই গানটিতে আল্লাহর প্রতি অবজ্ঞা থাকলেও এর পরের গানটি পরলে বুঝা যাবে যে পরবর্তীতে তার এই মনোভাব দূর হয়ে যায় আমি না লইলাম আল্লাজির নাম না করিলাম তার কাম বৃথা কাজে হাসান রাজায় দিন গুয়াইলাম ।। ভরের কাজে মও হইয়া দিন গেল গইয়া আপন কার্য না করিলাম রহিলাম ভুলিয়া নাম লইব নাম লইব করিয়া আয়ু হইল শেষ এখনও না করিলাম প্রান বন্ধের উদ্দেশ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.