নিঃস্বার্থ মন্তব্যকে ধন্যবাদ, সাময়িক ভাবে আমি মন্তব্যে নেই হোটেলের লবীতে পিয়ানিস্ট সুর তোলে ঝর্ণার পাশে অপ্সরী মেয়েরা মঞ্চে নেচে গেয়ে যায় রাতে চোখ ধাঁধানো ঝালর বাতি; ঘুম নেই তারপর পরিপাটি মখমলের বিছানায় শুয়ে কাচের জানালা দিয়ে স্কাই স্ক্র্যাপারের বাতি ঢেকে দেয় নীহারিকা পানসে হয়েছিল ক্রমেই আর্টিফিশিয়াল শহর বড় আয়না, মার্বেল মেঝে আর জাকুজি; নিচে পানশালায় ঘুরে যাওয়া পানরমনীরা বিরক্ত ধরিয়েছে খাবার টেবিলে স্মোকি স্যামন শেষ হয়; ক্ষনিকের আয়োজন ফুরিয়ে যাবে জেনে হোটেলের স্বর্গোদ্যানে রাত্রিযাপন প্রতীক্ষায় ছিলাম; এখনো আছি - কখন ফিরবো লেখার টেবিলে, হোম সুইট হোমে -- ড্রাফট ১.০
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।