আমাদের কথা খুঁজে নিন

   

খুব ঝামেলায় আছি ! (টেকি পোস্ট)

পথক্লান্ত... বিভ্রান্ত... কিছুদিন আগে আমার একটা research article UK based একটা জার্নালে accept হয় publication এর জন্য, যেখানে কিছু figure ছিল (.jpg format এ) । তবে problem টা হল publisher group চাচ্ছে figure গুলোকে convert করে (ps, eps, ai) এর যেকোনো একটা format এ পাঠাতে যেন তারা image এর মাঝে থাকা লেখাগুলোর font যেন change করতে পারে এবং পুরো figure এর উপর যেন full control থাকে । তখন আমি তাদেরকে এই লিঙ্কের মাধ্যমে jpg ফাইলকে eps এ convert করে পাঠাই । কিন্তু তারা mail করে জানায় image গুলো editable না ! প্লিজ কেউ একটু হেল্প করেন, আমি কিভাবে .jpg ফাইলকে .eps কিংবা অন্য কোন vector image format এ convert করতে পারি ?? online কোন site কিংবা কোন software এর নাম বলে দিলে বাধিত থাকব !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।