সবাইকে আমার নিজস্ব ব্লগ ভিজিট করার আমন্ত্রন রইলঃ www.islameraalo.wordpress.com (এই সাক্ষাৎকারটি ‘ইসলামের আলো’ পত্রিকার জুন,২০১০ সংখ্যায় প্রকাশিত হয়েছিল । সাক্ষাৎকারটি নিয়েছিলেন মুহাম্মাদ তাওহীদ আহমেদ । স্থান; আলিগড় বিশ্ববিদ্যালয়)
মুহাম্মাদ তাউহীদ আহমেদঃ স্যার, আপনিও জানেনে যে, আজকের এই উন্মত্ত দুনিয়ায় লোকেরা খুব বেশি সময় পাচ্ছে না যে তারা নিজেরাই সরাসরি কুরান পড়বে । তাই তারা কুরান থেকেও দূরে সরে যাচ্ছে । এমতবস্থায় আপনার তরফ থেকে কিছু পন্থা পদ্ধতির উপর আলোকপাত করা হোক, যাতে করে আমাদের মতো লোকেরা উপকৃত হতে পারি ?
ডাঃ জাকির নাইকঃ ঠিকই বলেছেন, কুরানের সংস্রবে থাকাটা খুবই জরুরি ।
আর এর জন্য এক ‘রুকু’ও অনুবাদসহ পাঠাভ্যাস অত্যন্ত আবশ্যক । অথচ দুর্ভাগ্য বশতঃ বেশির ভাগ লোকই আজ শুধু কুরান তিলাওয়্যাত অবধিই থেমে গেছে, কুরানকে হৃদয়ঙ্গম করার তথা তাঁর পবিত্র বাণীকে সত্যিকার অর্থে জ্ঞাত হওয়ার শর্তে নিজেদের ধীশক্তিকে কাজে লাগিয়ে বুদ্ধির দ্বারা যথার্থ মতামতের আপস নিষ্পত্তি অবধি পৌছতে পারছে না । কিন্তু এই কুরান এই জন্য নাযীল হয়নি যে, একে মাঝে মাঝে চুমু দিয়ে শিকেয় তুলে রাখা হবে । এই কুরান আমাদেরকে এই জন্য প্রদান করা হয়েছে যাতে আমরা তা বুঝার চেষ্টা করি এবং সেই মতো তা অনুসরণ করি । অতএব যতটুকু শুধু এমনি এমনি পাঠ করা (অর্থ না বুঝে তেলাওয়্যাত) হচ্ছে অন্তত তার অর্ধেকটাই বুঝে পাঠ করা হোক এবং তা নিজের জিবনে কার্যকরী করা হোক ।
দেখবেন এতে করে আপনি নানা সময়ে নানা ভাবে লাভবান হতে থাকবেন । রোজ যদি কমপক্ষে এক রুকু’ও এভাবে পড়তে পারেন, তবু দেখবেন মাত্র এক দেড় বছরেই সম্পুর্ন কুরান শেষ করে ফেলেছেন ।
মুহাম্মাদ তাউহীদ আহমেদঃ আজকের মুসলিমদের বিশেষত কোন ধরনের আকস্মিক –প্রতিদ্বন্ধিতার সম্মুক্ষীন হতে হচ্ছে এবং সেই অনুসারে আপনার মতে কি ধরনের বাস্তবসম্মত সমাধানসুত্র, উপায় উপকরন্ রয়েছে যা মুসলিমদের সমাধানকল্পে উল্লেখযোগ্য ভুমিকা রাখবে ?
ডাঃ জাকির নাইকঃ যেমনটা আমি আপনাদের এই ‘কেনেডি হল অডিটোরিয়াম’ এ আমার বক্তৃতা চলাকালীন বলেছিলাম যে, আজ মিডিয়া বর্তমান কালের কিছু নামধারী মুসলিমদের প্রতিকৃতি তুলে ধরে, আর দেখায় এটাই প্রকৃত ইসলাম । তাই এই মিথ্যাকল্পিত, কাল্পনিকভাবে আরোপিত, মিডিয়ার অতিকথনমুলক সমস্ত প্রচারনাকে দুরিভুত করার চ্যালেঞ্জটাকেই তো সামগ্রিকভাবে গ্রহন করতে হবে, আজ আমাদের প্রকৃত মুসলিমগণকেই । আর তবেই গিয়ে আমরা সফল হতে পারি আজকের এই মুসলিম সমাজের ক্যানভাসে ছিটানো কিছু ভ্রান্ত ধারণা মুলক অনিষ্টকর আবর্জনা সমুহকে ধুয়ে মুছে সাফ করার কাজে জুটে থেকে ।
এই মহান দায়িত্ব তো আমাদেরই যে, আমরা যেন ঠিক মতো প্রকৃত ইসলামের আসল চেহারা সমস্ত দুনিয়াবাসীর সামনে উপস্থাপিত করতে পারি তথা ইসলাম সম্মন্ধে যেসব ভুল ধারণা রয়েছে সেগুলিকে সাফলভাবে সংশোধন কুরতে পারি । এবং আজ আবারও যেন সমস্ত বিশ্ববাসীর কাছে এই বিশ্বাসটাকেই তুলে ধরতে পারি যে, ইসলামই হল সর্বতকৃষ্ট ধর্ম তথা সর্বতকৃষ্ট আদর্শ । অথচ আজ আমরা এত বড় গুরুত্বপুর্ন কাজটাকেই স্বকীয়তার অভাবে সংগতরুপে নির্ভুল্ভাবে করে উঠতে পারছি না । অন্যদিকে দেখুন ঐ আন্তর্জাতিক মিডিয়া ঐ পশ্চিমাদের আয়ত্বাধীনেই নিয়ন্ত্রিত হয়ে চলেছে, যার ফলে জনসাধারনের মাথা মগজও নিরন্তর বিষাক্ত করে চলেছে ওদের দ্বারাই উপস্থাপিত নিউজ পেপার, টি.ভি, ম্যাগাজিন,রেডিও ইত্যাদির মাধ্যমে । তাই এমনই এক যুগসন্ধিকালে আজ আমাদের প্রয়োজন আছে একাধীক ইসলামিক চ্যানেল সমুহের যা সার্বক্ষনীকভাবে প্রকৃত ইসলামের বার্তা প্রচারকার্যে ব্যতিব্যস্ত থাকবে ।
এবং এই রকমই আরও বেশি করে ওয়েবসাইটস ও পত্রপত্রিকা থাকা দরকার । আর এগুলিই হল আজকের যুগান্তকারী পদক্ষেপ গ্রহনে আমাদের সময়ের দাবি ।
চলবে......... ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।