আমাদের কথা খুঁজে নিন

   

আইন করে হরতাল নিষিদ্ধের দাবি

আইন করে হরতাল নিষিদ্ধের দাবি জানিয়েছেন রাজধানীর আজিজ সুপার মার্কেটের ব্যবসায়ীরা। আজ বুধবার বিকেলে মার্কেটের সামনে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে তাঁরা এ দাবি জানান। কর্মসূচির আয়োজন করে দেশ বাঁচাও পেট বাঁচাও আন্দোলন।
কর্মসূচিতে বক্তারা বলেন, হরতাল গণতান্ত্রিক অধিকার। হরতাল পালন না করাও গণতান্ত্রিক অধিকার।

ভবিষ্যতে কোনো দল হরতাল দিলে দোকানপাট খোলা রেখে প্রতিবাদ জানানো হবে এবং দেশব্যাপী বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
সংগঠনের আহ্বায়ক রবীন আহসান বলেন, ঈদকে সামনে রেখে দেশের ক্ষুদ্র ব্যবসায়ীরা হাজার কোটি টাকা বিনিয়োগ করেছেন। হরতালের কারণে তাঁরা সর্বস্ব হারাতে বসেছেন। এর আগে গত বৈশাখে কোটি কোটি টাকা বিনিয়োগ করে টানা হরতালের কারণে ব্যবসায়ীদের অনেকে সর্বস্বান্ত হয়েছেন। এই রমজানে যাতে আর কোনো হরতাল না হয়, সেজন্য সব দলের প্রতি আহ্বান জানিয়ে রবীন আহসান বলেন, দিনের পর দিন হরতাল চলতে থাকলে দেশ ধ্বংস হয়ে যাবে।

সেজন্য আইন করে হরতাল নিষিদ্ধ করতে হবে।
মানববন্ধন কর্মসূচিতে আরও বক্তব্য দেন আজিজ সুপার মার্কেটের ব্যবসায়ী নেতা আলমগীর হোসেন, বাহার রহমান প্রমুখ। ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।