আমাদের কথা খুঁজে নিন

   

আগে সব খেত তারেক ও হাওয়া ভবন আর এখন খায় কে?

স্বাধীন দেশ হিসেবে চির দিন আমার দেশ বাংলাদেশ চির অম্লান থাকুক আর আমি আমার এই বাংলেদেশে স্বাধীন হিসেবে মরেত। ৪দলীয় জোট ক্ষমতায় থাকতে একজন ব্যক্তি ও একাটি ভবনের নাম আমরা সব সময় শুনতাম। ব্যক্তিটি হলো তারেক জিয় আর হাওয়া ভবন। তখন বাংলাদেশে কোন কিছু ঘটলে বলা হত তারেক আর হাওয়া ভবন থেকে একাজ করছে। কোন কিছুর দাম বাড়লে বলা হতো তারেক জিয়া ও হাওয়া ভবন স্যান্ডিক্যাট সব কিছুর দাম বাড়িয়ে দিয়েছে। আমার কথা হলো এখনত হাওয়া ভবনও নেই তারেক জিয়া নেই এখন কোন স্যান্ডিক্যাট এসকল নিয়ন্ত্রয়ন করে। আর একটি কথা প্রচলিত ছিল মায়ে পুতে মিল্লা দেশ পালাইছে গিল্লা। একনত মা-ও ক্ষমাতায় নেই পুতও নেই কারা দেশকে গিলছে? জাতী আজ তা জানতে চায়? আসলে ওই সময় এটা একটা প্রচার-প্রফাগান্ডা ছাড়া আর কিছুই ছিল না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।