ডাকে পাখি, খোলো আঁখি। দেখো সোনালী আকাশ, বহে ভোরেরো বাতাস। ফুটবল-রাজপুত্র লিওনেল মেসি ও তার আর্জেন্টিনা দল সাধারণত অনুশীলন করে থাকে আর্জেন্টিনা কিংবা তার বাইরের অত্যাধুনিক ও হাইফাই ফুটবল ভেন্যুগুলোতে, কিন্তু আমাদের সবার স্মৃতির মনিকোঠায় সবসময় জাজ্জ্বল্যমান থাকবে যে আমাদের বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামেও তারা একদিন অনুশীলন করেছিলো। সেই অনুশীলন সেশনেরই একটা ফটো আর্কাইভ আপনাদের সামনে হাজির করছি। এই সিরিজের প্রথম পর্ব: ফটোব্লগ (প্রথম পর্ব): বাংলাদেশের ফুটবল উৎসব, ঢাকায় মেসি ও আর্জেন্টিনা, সেই সাথে দিনব্যাপী আর্জেন্টিনা ভক্তদের উল্লাস ও উষ্ণ অভ্যর্থনা। এই সিরিজের দ্বিতীয় পর্ব: ফটোব্লগ (দ্বিতীয় পর্ব): হোটেলে মেসি ও আর্জেন্টিনা দলকে উষ্ণ অভ্যর্থনায় বরণ এবং কতিপয় পুলিশ সদস্য ও বাফুফে কর্মকর্তাদের অতি উৎসাহ। এই সিরিজের তৃতীয় পর্ব: ফটোব্লগ (তৃতীয় পর্ব): ঢাকার রাস্তায় নাইজেরিয়ান অধিবাসী ও লীগের নাইজেরিয়ান খেলোয়াড়দের উৎসব, নাইজেরিয়া দলের আগমন ও স্টেডিয়ামে অনুশীলন। অনুশীলন সেশনে মেসি: (ফটো সাংবাদিকদের ক্যামেরা দেখে সতীর্থদের সঙ্গে হালকা ঠাট্টায় মেসি) (ফটো সাংবাদিকদের ক্যামেরা দেখে সতীর্থদের সঙ্গে হালকা ঠাট্টায় মেসি) (ফটো সাংবাদিকদের ক্যামেরা দেখে সতীর্থদের সঙ্গে হালকা ঠাট্টায় মেসি (বাংলাদেশের ফটো সাংবাদিকদের জন্য মেসির আগ্রহপূর্ণ পোজ ) (বল নিয়ে দুর্দান্ত গতিতে মেসি) (বল নিয়ে দুর্দান্ত গতিতে মেসি) (বল নিয়ে দুর্দান্ত গতিতে মেসি) (বল নিয়ে দুর্দান্ত গতিতে মেসি) (বল নিয়ে দুর্দান্ত গতিতে মেসি) (বল নিয়ে দুর্দান্ত গতিতে মেসি) (বল নিয়ে দুর্দান্ত গতিতে মেসি) মেসির সতীর্থদের অনুশীলন: আসছে পঞ্চম পর্ব: বাংলাদেশের ইতিহাসে সেরা ফুটবল উৎসব উপলক্ষ্যে দর্শকদের সাজসাজ রব, আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচের ফটো আর্কাইভ টিকিট ছাড়া একদম ফ্রি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।