হতভাগা পরিবার
মুল খবর
ক্ষয়ক্ষতির তালিকাঃ
ধান ২০ মন
স্বর্ন প্রায় ১০ ভরি
নগদ টাকা ২ লাখ
ফার্নিচার ২ ঘরের
ফ্রিজ, টিভি
স্টিলের আলমারি
খাট ৬ টা
ডাইনিং টেবিল
জামা কাপড়
সাইকেল ২ টা
হাঁস-মুরগী
সাহায্য
কুমিল্লা-৯ আসনের এমপি জনাব তাজুল ইসলাম ১০ দশ হাজার টাকা
লাকসাম পৌরসভার মেয়র জনাব নজীর আহমেদ ১০ দশ হাজার টাকা
এখানে একটা লক্ষনীয় ব্যাপার হলো যে, নোয়াখালী বা বাঁশখালীতে যেভাবে মহামান্য হাইকোর্ট স্বতঃপ্রনোদিত হয়ে এগিয়ে এসে সরকারকে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপুরনের ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেয়া হয়েছে এ পরিবারটি ক্ষেত্রে সেই রকম কারো নজর এখন পর্যন্ত পড়েনি।
থানার ওসির তদন্তে অবহেলা
এ ঘটনায় কোন মামলা হয়েছে কি না জানতে চাই লাকসাম থানার ওসি জনাব আবুল খায়েরের কাছে। তিনি জানান, মামলা হয়েছে এবং সন্দেহভাজন একজন ধরাও পড়েছে।
যেহেতু এ ধরনের ঘটনায় অনেক সময় নিরীহ লোকজন হয়রানির শিকার হয়, তাই পাল্টা প্রশ্ন করে জানতে চাই ধরা পড়া লোকটার পরিচয় কী। তখনই ওসি জানান,না এখনো তদন্তে আছে, আমি বুঝতে পারছি আপনার কথা, রাখেন রাখেন এই কথা বলে লাইন কেটে দেন।
একটি ক্লুঃ
দেশের আনাচে কানাচে কাজ করছেন এনএসআই, ডিজিএফআই, ডিবি প্রভৃতি গোয়েন্দা সংস্থার লোকজন। এই ক্লুটি মুলত তাদের জন্য।
আগ্নিকান্ডের পরবর্তীতে যখন বিষয়টি জোরেশোরে মিডিয়ায় প্রচারিত হয় এবং স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে ছূটে যায় তখন ঐ এলাকার কতিপয় লোক লাকসাম বাজারে এই বলে প্রচারনা চালাতে থাকে যে আগুন ইলেক্ট্রিকের শর্ট সার্কিট থেকে লেগেছে, এটি কোন নাশকতা নয়।
এখন প্রশ্ন হল তারা কি নিজেদের আড়াল করার জন্য এই তত্ত্ব প্রচার করছেন ?
এরাই কি ঘটনার মুল হোতা?
একটি আবেদনঃ
সেই বাড়ী থেকে বের হয়ে আসার সময় হতভাগা গৃহকর্তী আমাকে বারবার করে অনুরোধ জানান যে, আপনি একটা ব্যবস্থা করেন যেন আমার ঘরটা ঠিক হয়।
যেহেতু আমি একজন ক্ষুদ্র নগন্য ব্লগার আমার সেই রকম কোন ক্ষমতা নেই, তাই এই ব্লগের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জোর দাবী জানাই তিনি যেন যথাযথ ব্যবস্থা নেন।
সেই সাথে হাইকোর্টের বিচারপতিদের কাছে বিনীত অনুরোধ নোয়াখালী ও বাঁশখালীর সাথে তাদের রিটের আওতায় যেন এই পরিবারটিকেও রাখা হয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।