আমাদের কথা খুঁজে নিন

   

এসো ইতিহাসে নাম লিখাই (কোন ভীরু ও কাপুরুষ এই কবিতাটি পড়বেন না)

আমি এসেছি উল্কার মতো দূর কোন নক্ষত্র থেকে ছুটে আমি ধরবো আজ সকল কাপুরুষ, অত্যাচারী ও ভীরুদের টুটি চেপে। যেখানে দেখিবে কোন অত্যাচারীর অত্যাচারে কোন অসহায়ের ক্রন্দন সেইখানে পাইবে শুনিতে আমার অবিরত ভয়ংকর গর্জন। যখন শুনিবে কোথাও আমার অবিরত হুংকার বুঝে নিও আমি শত্রুদের করছি হুশিয়ার জন্ম যখন নিয়েছি তখন মরিবো একবার তাইতো আমি করিনা তো কভু মৃত্যুর ভয় আর । চারিদিকে আজ বাড়িয়া চলিছে ভীরু আর কাপুরুষের দল চেয়ে দেখো অনেক পেয়েও শূন্য তাহাদের পদতল। ঐ কাপুরুষেরা ছুটিয়া চলেছে শুধু বাড়াইতে তাহাদের প্রাপ্তি খোঁজ নিয়ে দেখো অনেক পেয়েও তাহাদের জীবনে নেই কোন তৃপ্তি। কোন ভীরু কাপুরুষ নয়কো আমার বন্ধু সাহসীরা একদিন গড়িয়াছিল নীল নদ আর সিন্ধু। বাঁচতে যদি হয় বাঁচবো বাঘের মতই প্রয়োজনে একদিন শিয়ালের মত ধূর্ত ও কাপুরুষ হয়ে বাঁচবো না কোনদিন যুগে যুগে সবকালে পৃথিবীতে সাহসীরাই হয়েছিলো রাজা ভীরুরা কেবল বেঁচে থাকে আজীবন হইয়া তাহাদের প্রজা। মৃত্যুকে ভয় পেয়ে কাপুরুষ হয়ে শুধু পেয়ে যেতে চাও অনেককিছু জানো না তোমার অগোচরেই মৃত্যু নিয়েছে তোমার দিবা –রাত্রি পিছু শুনতে কি পাওনা কেউ ? ঐ যে বারবার মোদের ডাকিছে মহাকাল সাহসী হইলে কেবল মৃত্যুর পরেও তুমি বেঁচে থাকবে ইতিহাসে চিরকাল। All rights received by: fazlay alahi (Kobi O Kabbo)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।