আমি ফ্রা ঙ্কে স্টা ই ন......... প্রিয় মা হাসিনা,
তোমার দোয়ায় ভালো আছি। আশা করি কুশলেই আছো। তোমার পুত্র পৌত্রাদিগন কে লইয়া দিবা স্বপ্ন দেখিতেছো।
আইজ খুব গুরু গম্ভীর উদ্দেশ্য লইয়া তোমাকে লিখিতেছি। কারণ তূমি আমাদের বাংশের মুখ উজ্জ্বল করিয়াছো।
তুমি শেখ হইয়াও মীর বাড়ির সম্মান রাখিয়াছো তোমার নানা প্রকৃত পক্ষ প্র-পিতামহ হইয়া আমি খুব ই আনন্দিত হইয়াছি। আইজ আমি দোজখের আগুনেও বেহেস্তী কৈতরের ঝোলের তেস্ট পাইতেছি।
মা, দেখো আমি যদি বৃটিশ গো হাতে দেশ তুইল্লা না দিতাম তাইলে আইজকা তুমি গলার মাইজ্ঝে অই মুক্তার মালা বি এম ডাব্লিউ এই গুলা পাইতা না। হেরা দেশের তে না হয় আমার জাইঙ্গা টাও পারলে খুইল্লা নিয়া গেছে। কিন্তু যা দিয়া গেছে তা ই কম কিসে? হেরা দিয়া গেছে কেরানির জাত, হেরা দিয়া গেছিলো পাকিস্তান।
তোর বজ্জার বাপে আয়া ত আমার স্বপ্ন ডারে ভেইস্তা দিলো। আমার পোলা ইস্কান্দর মির্জা কি সুন্দর আল্লাহর দেশ বানাইতাছিলো পাকিস্তানেরে। তোর বাপের উপর লানত পরুক
যাউগগা যে কথা কইতাছিলাম। তুমি মা তোমার মামার বংশের নাম রাখছো। আশা করি ভবিষ্যতেও এমন নাম রাখবা।
ওগো রে তিস্তা আর ফেনীর পানি দিয়া দেও। ৪০০ বছর পরে দেখবা অই ন্দী দিয়া দুধের নহর বইবো। এই দেশের মানুষ দুধ দিয়া ক্ষেতী খামারি করবো। ভাইব্বা দেহো। আমি সম্মান দিছি দিয়া পাইছি আধুনিকতা।
তুমি পানি দেও পাইবা খাটি মাইনষের দুধ।
মা তুমি দেশের ভেতর দিয়া ওগো রে যাইবার দিয়া একটা খুব ভালা কাম করেছো। উনারা হইলেন গিয়ানীর জাত। উয়ানাগো হাজার টা ভাষা এই ভাষা শিখবার পারবা। ঊনাগো দেশে দেখো এ্যংলো ইন্ডিয়ান (বৃটিশ ইন্ডিয়ান মিক্স ব্রিড) আছে।
উনারা উনাদের পবিত্র পা ও সোনা তথা ধন এই দেশে রাখিলে এই দেশেও বাংলো ইন্ডিয়ান জন্মিবে বলে আমি আশা রাখি।
মা, আমি জাতে ইরানী আছিলাম তার উপরে অশিক্ষিত। তুমি হইলা মা শিক্ষিতের মাইয়া তুমি বুঝ কেমনে কি কইতে হয়। যতোই তোমারে গাইল পারুক দেশের স্বার্থে তোমারে সব স্বীকার কইরা নিতেই হইবো। যদি পারো মা।
দেশ টা উনাদের দিয়া দিয়ো ২০০ বছর গেলে দেখবা এই দেশ বদলায়া কালাহারি মরু ভুমি হইয়া গেছে। তখন আমাগো আর বিদ্যুত গিয়াস পানি কিছুই লাগবো না। মা এই কষ্টের চেয়ে কি সেই দিনের আশা ভালো না। সেই ১৭৫৭ তে আমি লিখা লিখি ছারছি। আর লিখি নাই।
তাই চিঠি সংক্ষিপ্ত করিল...
ইতি
তোমার স্নেহ ধন্য প্র-পিতামহ (নানা)
মির জাফর আলী খান মুর্শিদাবাদী। । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।