আমাদের কথা খুঁজে নিন

   

।। আগুন ও বরফের কথা // রবার্ট ফ্রস্ট ।।

বাঙলা কবিতা -------------------------- বাঙলায়ন : রহমান হেনরী _______________ কেউ কেউ বলে, এই দুনিয়া ছারখার হবে পুড়ে, কেউ কেউ বলে ধ্বংস হবে, বরফ-চাপা'র ফলে। জানতে কি চাও, কোন বাসনা আমার হৃদয় জুড়ে? আগুন! আগুন! করছে যারা; আমি তাদেরই দলে। কিন্তু যদি পুনর্জন্মে, দ্বিতীয়বারও ধ্বংস-যজ্ঞ চলে, মনে হয়, আমি বলবো না, তুমি যত প্রলোভন ঢালো, জীবন ও জগত অবসান হতে হলে বরফই অনেক ভালো বরং, আমি তো চেঁচিয়ে উঠবো, 'অনেক হয়েছে' ব'লে। ___________________________ Fire and Ice // Robert Frost _______ Some say the world will end in fire, Some say in ice. From what I've tasted of desire I hold with those who favor fire. But if it had to perish twice, I think I know enough of hate To say that for destruction ice Is also great And would suffice. _________________

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।