.............!!!! না না , আমি ঈদের বন্ধের সময়কার ঢাকার কথা বলছি না। এই মন্তব্য টি করেছেন আর্জেন্টিনার জনৈক সাংবাদিক , ড্যানিয়েল। গতকালের মন্তব্য । কিন্তু তিনি যেই সময় ঢাকা কে দেখেছেন তখন তো জ্যাম কেন, রাস্তায় কোন গাড়ি থাকারো কথা না। গতকাল আর্জেন্টিনা দলের ম্যাচ কভার করতে আর্জেন্টিনা থেকে ১০ জন সাংবাদিক এসেছেন।
তারা অবশ্য মেসিদেরে ১ ঘন্টা আগেই ঢাকা এসেছিলেন। ঢাকার আতিথেয়তা দেখে তারা মুগ্ধ। বিমান বন্দর থেকে হোটেলে পৌছতে তাদের মাত্র ২০ মিনিট লেগেছে। 'সত্যি তোমাদের আতিথেয়তায় আমরা দারুন মুগ্ধ' । ।
কিন্তু বিশ্বকাপের সময় দেশের অবুস্থা দেখলে তিনি কি বলতেন, !!!!!!!! কিন্তু দুঃখের সংবাদ এই যে, তিনি আমাদের সাবেক ফুটবল কোচ "ক্রোশিয়ানি কে চিনেন না, তিনি তার নাম ও কখনো শুনেন নি। সব কিছুর পরেও খুশির কথা এই যে, তিনি ঢাকা কে, ট্রাফিক জ্যাম মুক্ত শহর যেনে গেলেন। । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।